অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের বান্দরবান-এ ইউপিডিএফ-কেএনএফ গোলাগুলি: নিহত ৮ জন


বাংলাদেশর বান্দরবানের রোয়াংছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউপিডিএফ গণতান্ত্রিক এর মধ‍্যে গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে, উপজেলার দুর্গম পাহাড়ি পল্লী খামতং পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ‍্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন; লাল ঠাজার বম, সানপিথের থাং বম, ভানলাল দুহ বম ও লাললিয়ান ঙাক বম। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আব্দুল মান্নান বলেন, “গত দুই দিন ধরে খামতং পাড়া থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছিল। শুক্রবার (৭ এপ্রিল) সকালে সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারা পাড়াতে কয়েকটি মরদেহ পড়ে আছে এমন খবর দেয়। এর পর, দুপুর একটায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।”

তিনি বলেন, “তবে মরদেহগুলো কোন গ্রুপের তা প্রাথমিক ভাবে শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন‍্য মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এদিকে, কেএনএফ পরিচালিত ফেইসবুক পোস্টে গোলাগুলিতে তাদের সাত সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে।

XS
SM
MD
LG