অ্যাকসেসিবিলিটি লিংক

গাজা ও লেবাননে হামলা শুরু করেছে ইসরাইল


 লেবাননের দক্ষিনাঞ্চলে ইসরাইলি বিমান হামলার পর আল কুলাইলাহতে একটি সামরিক যান থেকে লাফিয়ে পড়েন লেবাননের এক সেনা সদস্য; ৭ এপ্রিল, ২০২৩।
লেবাননের দক্ষিনাঞ্চলে ইসরাইলি বিমান হামলার পর আল কুলাইলাহতে একটি সামরিক যান থেকে লাফিয়ে পড়েন লেবাননের এক সেনা সদস্য; ৭ এপ্রিল, ২০২৩।

ইসরাইল শুক্রবার ভোরে গাজা এবং লেবাননে বিমান হামলা চালিয়েছে। ইসরাইলে রকেট হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়। ইসরাইল সরকার এই রকেট হামলার জন্য ইসলামপন্থী হামাস গোষ্ঠীকে দায়ী করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার শুরু হওয়া হামলায় দক্ষিণ লেবাননে অবস্থিত হামাসের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী টায়ার-এ বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে লেবাননের একটি টেলিভিশন স্টেশন।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা “সম্ভাব্য সকল পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে” লেবানন এবং গাজার সাথে লাগোয়া সীমান্তে সেনা উপস্থিতি বাড়াচ্ছে।

ইসলামের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদের ভেতরে ইসরাইলি পুলিশ এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের পর, সম্প্রতি এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ফজরের নামাজের আগে, আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশ লাঠিসোঁটা নিয়ে আসলে এবং ফিলিস্তিনি মুসুল্লিরা হামাসের সমর্থনে স্লোগান দিলে, আবার বিশৃঙ্খলা দেখা দেয়।

এদিকে ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে, হামরা বসতির কাছে শুক্রবার তাদের গাড়িতে বন্দুক-হামলায় দুই নারী নিহত হয়েছেন; গুরুতর আহত হয়েছেন আরো একজন। পুলিশ বলছে, সন্দেহভাজনদের খোঁজ করছে তারা।

বৃহস্পতিবার ইসরাইল বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলে কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেন, “ আজ রাতে ইসরাইল প্রতিক্রিয়া জানিয়েছে এবং ভবিষ্যতেও জানাবে, আর তাদের চড়া মূল্য দিতে হবে।”

যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জাতিসংঘ ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিয়ে সংযমের আহ্বান জানিয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG