উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সতর্ক করে বলেছে যে উত্তর আয়ারল্যান্ডের শান্তি চুক্তির তিন দশকের রক্তপাত অবসানের ২৫বছর পূর্তি উপলক্ষে সশস্ত্র ভিন্নমতাবলম্বী গোষ্ঠীগুলো ইস্টার ছুটির সপ্তাহান্তে সহিংস হামলার পরিকল্পনা করছে।
১৯৯৮ সালের ১০ এপ্রিল উত্তর আয়ারল্যান্ড গুড ফ্রাইডে চুক্তি স্বাক্ষর উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে বেলফাস্ট সফর করবেন। গুড ফ্রাইডে চুক্তিটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হয়েছিল। আইরিশ রিপাবলিকান এবং ব্রিটিশ অনুগত আধাসামরিক গোষ্ঠীগুলিকে তাদের অস্ত্র সমর্পণ করতে এবং উত্তর আয়ারল্যান্ডের জন্য ক্ষমতা ভাগাভাগি করে সরকার গঠন করতে বাধ্য করেছিল।
শান্তি চুক্তির মধ্যদিয়ে ৩০ বছরের সহিংসতার অবসান ঘটে যা "দ্য ট্রাবলস" নামে পরিচিত। ৩০ বছরের সহিংসতায় ৩৬ হাজার মানুষ মারা যায়, তবে ছোট ছোট গ্রুপগুলি মাঝে মাঝে নিরাপত্তা বাহিনীর উপর বন্দুক বা বোমা হামলা চালিয়ে থাকে।
নর্দার্ন আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিসের সহকারী প্রধান কনস্টেবল ববি সিঙ্গলটন বলেন, আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ১৯১৬ সালের ইস্টার রাইজিং উপলক্ষে সোমবার লন্ডনডেরিতে একটি কুচকাওয়াজে পরিকল্পিত সহিংসতা হওয়ার বিষয়ে পুলিশ গোয়েন্দা তথ্য পেয়েছে।
.পুলিশ প্রধান কনস্টেবল সাইমন বায়ার্ন বলেন, পুলিশ কর্মকর্তা, সামরিক কর্মকর্তা ও কারাকর্মী এবং তাদের পরিবার পরিজনেরা প্রধান এদের নিশানা ।
তিনি বৃহস্পতিবার বলেন, “আমরা যে ধরনের হামলা মোকাবেলা করছি এবং হামলা ব্যর্থ করার চেষ্টা করছি তা হলো অল্প সংখ্যক ভিন্নমতাবলম্বী সন্ত্রাসীর বন্দুক হামলা ও বোমা হামলা।”
গুড ফ্রাইডে চুক্তির ফলে অনেকাংশে শান্তি বহাল থাকলেও রাজনৈতিক কাঠামো একাধিক সংকটের মধ্য দিয়ে গেছে। উত্তর আয়ারল্যান্ডে ব্রেক্সিট-পরবর্তী নতুন বাণিজ্য বিধির প্রতিবাদে প্রধান ইউনিয়নবাদী দল সরকার থেকে সরে আসার পর এক বছরেরও বেশি সময় ধরে সেখানকার সংসদের অধিবেশন হয়নি।