অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার আদালত থেকে ছিনিয়ে নেয়া জঙ্গি সোহেলের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ


ঢাকার আদালত থেকে ছিনিয়ে নেয়া জঙ্গি সোহেলের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। (প্রতীকী ছবি)
ঢাকার আদালত থেকে ছিনিয়ে নেয়া জঙ্গি সোহেলের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। (প্রতীকী ছবি)

বাংলাদেশর রাজধানী ঢাকার একটি আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেয়ার পর পলাতক এক জঙ্গির স্ত্রীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঐ ঘটনায় দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছিলো তার সঙ্গীরা।

পলাতক জঙ্গিরা হলেন; আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব এবং মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে সিফাত ওরফে ইমরান। দুজনেই প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত।

গ্রেপ্তার শিখা মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবের স্ত্রী। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে শিখাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ২০২২ সালের ২০ নভেম্বর পুলিশের ওপর পেপ্যর স্প্রে (মরিচ গুঁড়ার স্প্রে) ব্যবহার করে কয়েকজন জঙ্গির সহায়তায় এই দুই জঙ্গি ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়। তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সদস্য।

XS
SM
MD
LG