অ্যাকসেসিবিলিটি লিংক

ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে ভয়ের পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল


‘ডিজিটাল নিরাপত্তা আইন, গণতন্ত্র ও সাংবিধানিক পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘ডিজিটাল নিরাপত্তা আইন, গণতন্ত্র ও সাংবিধানিক পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে, ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) ব্যবহার করে সরকার ভয়ের পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১১ এপ্রিল) এক সেমিনারে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।

রাজধানীর একটি হোটেলে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, গণতন্ত্র ও সাংবিধানিক পরিকল্পনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল । তিনি বলেন, “কারণ এটি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে।”

বিএনপি মহাসচিব বলেন, “সরকার বলপ্রয়োগ করে ক্ষমতায় বসতে এ ধরনের আইন করেছে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। তারা এই আইন করেছে যাতে কেউ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারে এবং নির্বাচনের আগে তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে।”

মির্জা ফখরুল বলেন, “দেশের নাগরিকদের কথা বলতে ও অভিযোগ জানাতে বাধা দেয়া হচ্ছে এবং সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে, তাদের লিখতে বাধা দেওয়া হচ্ছে। সকল কালো আইন বাতিল করতে হবে। সবার আগে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। এটা এখন দেশ ও জনগণের দাবি।”

বিএনপি মহাসচিব বলেন, “সরকার অনেক সাংবাদিক ও সাইবার কর্মী-কে জেলে নিয়েছে, নির্যাতন ও গুম করেছে।” ডয়চে ভেলের একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করার জন্য তিনি সরকারের নিন্দা জানান৷ তিনি বলেন, “নাগরিকদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে তাদের অধিকার কেড়ে নেয়া হচ্ছে। বিচার বিভাগে ন্যায়বিচার পাওয়া এখন ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনকে পুরোপুরি রাজনীতিকরণ করা হয়েছে এবং শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে।”

মির্জা ফখরুল বলেন, “বর্তমান আওয়ামী লীগ সরকার একটি অনির্বাচিত, অবৈধ ও দখলদার সরকার। এটি সম্পূর্ণরূপে একটি দখলদার হিসাবে কাজ করছে এবং দেশকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। এটি বাংলাদেশের মৌলিক বৈশিষ্ট্যকে ধ্বংস করছে এবং একটি গণতন্ত্রপ্রিয় জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।”

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য পরিকল্পিত ও ইচ্ছাকৃতভাবে দেশের গণতান্ত্রিক আত্মাকে ধ্বংস করে অপরাধ করেছে। আওয়ামী লীগের মূল লক্ষ্য গণতন্ত্রের আড়ালে একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা। দেশের বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এবং গণমুখী সরকার ও সংসদ প্রতিষ্ঠা করতে বর্তমান সরকারকে উৎখাত করার বিকল্প নেই।”

XS
SM
MD
LG