অ্যাকসেসিবিলিটি লিংক

শান্তি চুক্তির বর্ষপূর্তিতে উত্তর আয়ারল্যান্ড যাচ্ছেন বাইডেন



প্রেসিডেন্ট জো বাইডেন মিনেসোটার মিনিয়াপলিসে পৌঁছানোর পর এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে আসছেন; ৩ এপ্রিল ২০২৩।
প্রেসিডেন্ট জো বাইডেন মিনেসোটার মিনিয়াপলিসে পৌঁছানোর পর এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে আসছেন; ৩ এপ্রিল ২০২৩।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সপ্তাহে উভয় আয়ারল্যান্ড সফর করবেন। উত্তর আয়ারল্যান্ডে তিনি গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দেবেন। এছাড়া সীমান্তের ওপারে, দক্ষিণ আয়ারল্যান্ডে তিনি তার আইরিশ পূর্বপুরুষদের শহরগুলোতে যাবেন।

বাইডেনের এই সফর এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন এই অঞ্চলের রাজনৈতিক মতানৈক্য এবং মাঝে মাঝে ভিন্নমতাবলম্বীদের হামলার ঘটনা শান্তিচুক্তির স্থায়ীত্বকে পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। সোমবার লন্ডনডেরিতে একটি মিছিলের সময় মুখোশপরা যুবকরা পুলিশের গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে। এটা এ এলাকার সর্বসাম্প্রিতক সহিংস ঘটনা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে স্বাগত জানাতে মঙ্গলবার রাতে বেলফাস্টে পৌঁছাবেন। পরের দিন বেলফাস্টের আলস্টার ইউনিভার্সিটিতে ভাষণ দেয়ার আগে, সুনাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাইডেন।

গুড ফ্রাইডে চুক্তি সম্পাদন করা হয় ১৯৯৮ সালের ১০ এপ্রিল। এই চুক্তি সম্পাদনে সহায়তা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তি কয়েক দশকের সাম্প্রদায়িক সহিংসতার অবসান ঘটায়। এই সহিংসতা ১৯৬০ দশকের শেষের দিক থেকে উত্তর আয়ারল্যান্ডকে জর্জরিত করে তোলে। আর এই সহিংসতার কারণে ব্রিটেনের মূল ভূখণ্ডেও বিরতিহীন আক্রমণ পরিচালিত হতে থাকে। উত্তর আয়ারল্যান্ডে এখনো কিছু বিক্ষিপ্ত সহিংসতা থেকে যাওয়ার পরও, চুক্তিটি এক প্রজন্মের শিশুদের আগের তুলনায় শান্তিতে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছে।

চুক্তির সাফল্য সত্ত্বেও, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া এবং ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য বিধি নিয়ে মতবিরোধের কারণে চুক্তিটি ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। নতুন বাণিজ্য বিধিমালার প্রতিবাদে, গ্রেট ব্রিটেনের সঙ্গে থাকার সমর্থক (ইউনিয়নিস্ট) প্রধান রাজনৈতিক দল সরকার থেকে সরে আসার পর এক বছরেরও বেশি সময় ধরে উত্তর আয়ারল্যান্ড-এর আইনসভায় অচলাবস্থা বিরাজ করছে।শান্তি চুক্তি বিরোধী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে বিক্ষিপ্ত সহিংসতাও বেড়েছে। গত মাসে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা উত্তর আয়ারল্যান্ডে সহিংসতা মাত্রাকে “ অভ্যন্তরীন সন্ত্রাসবাদ” থেকে বাড়িয়ে “মারাত্মক' হুমকি” তে উন্নীত করেছে।

হোয়াইট হাউজ জানায়, উত্তর আয়ারল্যান্ড সফরের সময় প্রেসিডেন্ট বাইডেন গুড ফ্রাইডে শান্তি চুক্তির পর থেকে অগ্রগতি গুলো চিহ্নিত করবেন এবং এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করবেন।

বুধবার বাইডেন যাবেন দক্ষিণ আয়ারল্যান্ডে। সেখানে তিনি তার পূর্বপুরুষের ভুমিতে তিন দিন অবস্থান করবেন।

আয়ারল্যান্ডে তার পূর্বপুরুষদের সম্মান জানানোর পাশাপাশি বাইডেন আইরিশ প্রেসিডেন্ট মাইকেল হিগিনস এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি আইরিশ পার্লামেন্টের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেবেন এবং ডাবলিন ক্যাসেল’এ একটি নৈশভোজে অংশ নেবেন।

এই প্রতিবেদনে কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া।

XS
SM
MD
LG