গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বিশ্লেষকরা বিবিসি, ভয়েস অফ আমেরিকা এবং এনপিআরকে “সরকারি অর্থায়নের গণমাধ্যম” হিসেবে চিহ্নিত করার টুইটারের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তারা বলেন, নীতিটির প্রয়োগ অসঙ্গতিপূর্ণ।আর, এর ফলে স্বাধীন গণমাধ্যমগুলোর ওপর আস্থা হ্রাসের ঝুঁকি তৈরি হয়েছে ।
সাধারণত চীন এবং রাশিয়ার মতো দেশে রাষ্ট্র-নিয়ন্ত্রিত প্রচার প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করতে “সরকারের অর্থায়নকৃত” শব্দাবলী ব্যবহৃত হয়।
.এনপিআর-এর ওয়েবসাইট অনুসারে, এনপিআর-এর বার্ষিক পরিচালনা বাজেটের ১ শতাংশের কম আসে পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন এবং ফেডারেল সংস্থাগুলোর অনুদান থেকে।
টুইটারের মালিক এলন মাস্ক এবং এনপিআর এর একজন সাংবাদিকের মধ্যে ইমেইল বিনিময়ের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
.সেই ইমেইলে, মাস্ক স্বীকার করেছেন যে, প্ল্যাটফর্মটিতে সরকারি অর্থায়নকৃত চিহ্ন যুক্ত করার সময় সরকারের সাথে এনপিআর-এর সম্পর্কের বিষয়ে তিনি পরিস্কার করে কিছু জানতেন না।
ভয়েস অফ আমেরিকার জনসংযোগ বিভাগও সোমবার টুইটারের সিদ্ধান্তের বিরুদ্ধে বলেছে। এমনভাবে চিহ্নিত করায়, এই ধারণা দেয় যে, ভয়েস অফ আমেরিকা স্বাধীন কোনো প্রতিষ্ঠান নয়।
মন্তব্যের জন্য অনুরোধ করা হলে, টুইটার ভয়েস অফ আমেরিকার অনুরোধে সাড়া দেয়নি।
ভয়েস অফ আমেরিকাকে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকার অর্থায়ন করে। তবে এর সম্পাদকীয় স্বাধীনতা বিধি-বিধান এবং একটি ফায়ারওয়াল দ্বারা সুরক্ষিত।
ব্রিটেনের বিবিসিকে প্রাথমিকভাবে সরকার কর্তৃক নির্ধারিত বার্ষিক একটি টেলিভিশন লাইসেন্স ফি দ্বারা অর্থায়ন করা হয়। আর এই লাইসেন্স ফি পরিশোধ করেন নাগরিকরা।
অন্য যেসব স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে তহবিল গ্রহণ করে, ঐ প্রতিষ।টানগুলোর টুইটার অ্যাকাউন্টকে এই ভাবে চিহ্নিত করতে দেখা যায়নি।
টুইটার সাম্প্রতিক মাসগুলোতে অন্য একটি গণমাধ্যম নীতির কারণেও সমালোচিত হয়। সে সময় এটি মাস্কের প্রাইভেট জেট অনুসরণকারী একটি একাউন্টকে টুইটার স্থগিত করেছিলো। পরে, সেই খবর প্রকাশ করা কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করেছিলো টুইটার।