অ্যাকসেসিবিলিটি লিংক

মহড়া শেষ হওয়ার পর দ্বীপের চারপাশে চীনা যুদ্ধজাহাজ ও বিমান শনাক্ত করল তাইওয়ান


চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের পিংটান দ্বীপের উত্তর-পূর্বে চীনের একটি অবতরণকারী জাহাজ সরাসরি অগ্নি মহড়া চালাবে বলে জানিয়েছে। ( ১০ এপ্রিল, ২০২৩)
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের পিংটান দ্বীপের উত্তর-পূর্বে চীনের একটি অবতরণকারী জাহাজ সরাসরি অগ্নি মহড়া চালাবে বলে জানিয়েছে। ( ১০ এপ্রিল, ২০২৩)

বেইজিং তাদের বিশাল যুদ্ধ মহড়া বন্ধের ঘোষণা দেওয়ার একদিন পর দ্বীপের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবারও তাইওয়ানের চারপাশে চীনা যুদ্ধজাহাজ ও বিমান চলাচল করছে।

চীন শনিবার থেকে স্বশাসিত তাইওয়ানের চারপাশে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে। দৃশ্যতই এটা তাদের লক্ষ্যযুক্ত হামলা এবং দ্বীপটির অবরোধ অনুশীলন ।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের বৈঠকের প্রতিক্রিয়ায় বেইজিংয়ের পক্ষ থেকে এই শক্তি প্রদর্শন করা হয়।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত তারা দ্বীপটির চারপাশে নয়টি চীনা যুদ্ধজাহাজ ও ২৬টি বিমান শনাক্ত করেছে।

তাইওয়ান প্রণালীর মাঝখানে অবস্থিত বেসরকারি কিন্তু একসময় ব্যাপকভাবে মেনে চলা সীমান্তের কথা উল্লেখ করে মন্ত্রক বলেছে, চীন "আজ সকালে সামরিক বিমান সংগঠিত করেছে এবং উত্তর, কেন্দ্রস্থল এবং দক্ষিণ থেকে মধ্যরেখা অতিক্রম করেছে"।

মহড়ার শেষ দিন সোমবার মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, তারা দ্বীপটির চারপাশে ১২টি চীনা যুদ্ধজাহাজ ও ৯১টি বিমান শনাক্ত করেছে। যার মধ্যে ৫৪টি বিমান তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) প্রবেশ করেছে।

২০২১ সালের অক্টোবরের পর এদিন এডিআইজেড আক্রমণ একদিনে সর্বোচ্চ ছিল।

তাইপের তামকাং বিশ্ববিদ্যালয়ের সামরিক বিশেষজ্ঞ আলেকজান্ডার হুয়াং বার্তা সংস্থা এএফপিকে বলেন, “ফিলিপাইন সাগরে মোতায়েন শানডং ক্যারিয়ার যুদ্ধ দল মহড়ায় অংশ নিয়েছে। তিন দিনে মোট ২৩২টি বিমান উড্ডয়ন নজিরবিহীন ঘটনা”।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সোমবার আনুষ্ঠানিকভাবে সামরিক মহড়া শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এর নিন্দা জানিয়ে বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সম্পৃক্ততাকে “সামরিক মহড়া শুরু করার অজুহাত” হিসেবে ব্যবহার করছে। যা তাইওয়ান ও এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

মঙ্গলবারের সামরিক উপস্থিতি সম্পর্কে প্রশ্নের জবাবে চীন তাইওয়ানের উপর তার দাবি পুনর্ব্যক্ত করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত প্রেস ব্রিফিং’এ বলেন, “জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ় ও কঠোর পদক্ষেপ নেবে।“

চীনকে বারবার সংযম দেখানোর আহ্বান জানানোর পর, যুক্তরাষ্ট্র সোমবার দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশে ইউএসএস মিলিউস গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে।

XS
SM
MD
LG