ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করেন।
খাদিজাতুল কুবরার মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে র্যালিটি টিএসসি চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, কলা অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগার, শাহবাগ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বিক্ষোভকারীরা ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের প্রতিবাদে স্লোগান দেন।
গত বছর, একটি ‘টক শো’ সঞ্চালনা করার জন্য খাদিজাতুলকে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) গ্রেপ্তার করা হয়েছিল।
তাঁর বন্ধু ও আইনজীবীরা জানিয়েছেন, গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁকে জামিন দেওয়া হয়নি।