আজ বুধবার বাকিংহাম প্যালেস জানিয়েছে, প্রিন্স হ্যারি আগামী ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার বাবা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।
এর ফলে তাঁর উপস্থিতি সম্পর্কে কয়েক মাসের জল্পনাকল্পনার অবসান হলো।
হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান এ অনুষ্ঠানে যোগ দেবেন না। রাজপ্রাসাদ সূত্রে জানা গেছে, এ সময়ে তিনি তাদের ২ সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় থাকবেন। নতুন রাজার অভিষেকের দিনের সঙ্গে হ্যারি-মেগান দম্পতির বড় ছেলের জন্মদিন মিলে গেছে।
বিক্রয় তালিকার শীর্ষে থাকা হ্যারির বই “স্পেয়ার” এ পারিবারিক গোপন তথ্য প্রকাশের সিদ্ধান্তের কারণে হাউজ অব উইন্ডসরের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও হ্যারি এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
প্রকাশিত গোপন তথ্যের মাঝে রয়েছে হ্যারির সঙ্গে তার পিতা ও বড় ভাই প্রিন্স উইলিয়ামের ব্যক্তিগত আলাপের বিস্তারিত। আজ বুধবার বাকিংহাম প্যালেস জানিয়েছে, প্রিন্স হ্যারি আগামী ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার বাবা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। এর ফলে
এসব তথ্য প্রকাশে হ্যারি ও তার পরিবারের মাঝে সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। তিনি ও তার স্ত্রী ২০২০ সালে থাকার জন্য উত্তর আমেরিকায় চলে যাওয়ার পর এসব বিষয় জনসম্মুখে আসে।