বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠেয় ডি-৮ ইয়ুথ মিনিস্ট্রিয়াল মিটিং, সিনিয়র অফিসার মিটিং এবং ইয়ুথ কনফারেন্স ২০২৩-এর অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেছেন। চলতি বছরের ১৫-১৮ মে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
আটটি উন্নয়নশীল মুসলিম দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন। এই সংস্থার বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করছে।
মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং ঊর্ধ্বতন অফিসিয়াল বৈঠকের পাশাপাশি ডি-৮ সদস্য দেশগুলোর শত শত যুব প্রতিনিধি, যুব সম্মেলনের চারটি বিষয় ভিত্তিক সমান্তরাল অধিবেশনে যোগদান করবে।
ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ এবং বৈশ্বিক সমস্যা মোকাবেলায় তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।