অ্যাকসেসিবিলিটি লিংক

ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন (বামে) এবং ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন ভিয়েতনামের হ্যানয়ে সরকারি অতিথিশালায় বৈঠক করেন; ১৫ এপ্রিল, ২০২৩।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন (বামে) এবং ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন ভিয়েতনামের হ্যানয়ে সরকারি অতিথিশালায় বৈঠক করেন; ১৫ এপ্রিল, ২০২৩।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার হ্যানয় পৌঁছেছেন।যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হওয়ার পর এটা তার প্রথম ভিয়েতনাম সফর।

ব্লিংকেন শনিবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে বৈঠক করেন।

এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায়, বাইডেন প্রশাসনের উদ্যোগের অংশ হিসেবে তার এই ভিয়েতনাম সফর।

হ্যানয়-এ ১২০ কোটি ডলারের একটি দূতাবাস নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য অংশীদারের সাথে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের অংশ হিসেবে দূতাবাস নির্মাণ-এ্রর এই উদ্যোগ নেয়া হয়।

এক্ষেত্রে ভিয়েতনামকে নাজুক ভারসাম্য বজায় রাখতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি, ভিয়েতনাম তার শক্তিশালী প্রতিবেশী চীনের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে চায় না।

মাত্র দুই সপ্তাহ আগে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ৫০তম বার্ষিকী গেলো। সাবেক প্রেসিডেন্ট রিচার্ড এম নিক্সনের সেনা প্রত্যাহারের ঘোষনার মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়।এমন সময়ে ব্লিংকেন ভিয়েতনাম সফর করছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি ও রয়টার্স থেকে নেয়া।

XS
SM
MD
LG