অ্যাকসেসিবিলিটি লিংক

সরকার অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়: মঈন খান


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান। (ফাইল ছবি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে অন্যায় ও অগণতান্ত্রিকভাবে দীর্ঘায়িত করতে চায়।

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার উত্তরায় বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত, দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আবদুল মঈন খান বলেন, “সেজন্য আওয়ামী লীগ সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ বিভিন্ন দুর্যোগ ও দুরবস্থা সৃষ্টি করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে।”

XS
SM
MD
LG