অ্যাকসেসিবিলিটি লিংক

১৯৭৭ সালের অবৈধ কোর্ট মার্শাল ও অগ্নিসংযোগে জড়িতরা শাস্তি পাচ্ছে এবং পাবে: শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “যারা ১৯৭৭ সালে অবৈধ কোর্ট মার্শালের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর শতাধিক সদস্য হত্যার সঙ্গে জড়িত, তারা তাদের অপরাধের শাস্তি পাচ্ছে। আর, ২০১৩-১৫ সালে বিএনপি ও জামায়াতের আন্দোলনের নামে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের অপরাধীদেরও শাস্তি দেয়া হচ্ছে।”

মঙ্গলবার (১৮ এপ্রিল) গণভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে, তৎকালীন সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে, ১৯৭৭ সালে অবৈধ কোর্ট মার্শালের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি-জামায়াত জোটের অগ্নিসংযোগের সন্ত্রাসের শিকার এবং স্বজনরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, “যারা অন্যায়ের সঙ্গে জড়িত তারা শাস্তি পেয়েছে, শাস্তি পাচ্ছে এবং শাস্তি পাবে।” শেখ হাসিনা উল্লেখ করেন যে তিনি এবং তার ছোট বোন নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতিশীল; কারণ তিনি এবং তার ছোট বোন ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক দিনে বাবা, মা, ভাই, ভাবী এবং পরিবারের অন্য সদস্যদের হারিয়েছিলেন।

শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধু বাংলাদেশ ও এর জনগণের জন্য আজীবন কষ্ট সহ্য করেছেন। আমার একমাত্র লক্ষ্য এই দেশের মানুষ যাতে ভালো থাকে তা নিশ্চিত করা। তিনি বলেন, “দেশ যখন অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে তখন মার্কেটে অগ্নিসংযোগ ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় নিরীহ মানুষ চরম দুর্ভোগে পড়ছে। যারা এটা করছে, তারা পুরো জাতির সঙ্গে বৈরিতা করছে।” প্রধানমন্ত্রী বলেন, “আমি সবসময় আপনার পাশে আছি, আমি আপনাদের কষ্ট বুঝতে পারি।”

XS
SM
MD
LG