অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানে নিহতের সংখ্যা প্রায় দুইশ, যুদ্ধবিরতির আহ্বান জানালেন ব্লিংকেন


আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস ও সুদানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের সময় খার্তুম বিমানবন্দরে একটি জ্বলন্ত উড়োজাহাজ থেকে ধোঁয়া বের হচ্ছে; ১৭ এপ্রিল, ২০২৩।
আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস ও সুদানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের সময় খার্তুম বিমানবন্দরে একটি জ্বলন্ত উড়োজাহাজ থেকে ধোঁয়া বের হচ্ছে; ১৭ এপ্রিল, ২০২৩।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, সুদানের যুদ্ধরত দুই পক্ষের নেতাদের টেলিফোন করে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।দেশটিতে চলমান সংঘাতে নিহতের সংখ্যা দুইশ’-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এ আহবান জানান।

সোমবার দিনের শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ব্লিংকেন, সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর নেতা জেনারেল মোহামেদ হামদান দাগালোকে আলাদা করে ফোন করেছেন। তিনি তাদেরকে, যুদ্ধ বন্ধ করতে আহবান জানান; যাতে এই সংঘাতে ক্ষতিগ্রস্তদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো যায় এবং বিচ্ছিন্ন হয়ে পড়া সুদানি পরিবারগুলো যাতে আবারো একত্র হওয়ার সুযোগ পায়।

বিবৃতিতে বলা হয়, ব্লিংকেন খার্তুমের আন্তর্জাতিক সম্প্রদায়ের “উপস্থিতি যেন নিরাপদ থাকে” তা নিশ্চিত করতে বুরহান ও দাগালোকে অনুরোধ করেন। তিনি জোর দিয়ে বলেন, বেসামরিক ব্যক্তি, কূটনীতিবিদ ও মানবিক কর্মীদের নিরাপত্তা ও ভালো থাকার বিষয়টি নিশ্চিত করার দায়িত্বও ঐ জেনারেলদের।

সুদানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভলকার পারথেস সংবাদদাতাদের ভিডিও লিংকের মাধ্যমে খার্তুম থেকে সোমবার জানান, শনিবার সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত ১৮৫ জন নিহত ও ১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

সুদানের দুই সামরিক উপ-দল এখন দেশটি নিয়ন্ত্রণের জন্য লড়ছে।এর আগে, একটি নড়বড়ে রাজনৈতিক রূপান্তরের সময় তারা ক্ষমতা ভাগাভাগি করে নিয়েছিলো।চলমান সংগঠনের নেপথ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন কাউন্সিলের প্রধান জেনারেল বুরহান ও এর উপ-প্রধান জেনারেল দাগালোর (হেমেতি নামে পরিচিত) মধ্যকার ক্ষমতার লড়াই।

ব্লিংকেন নিশ্চিত করেন যে সোমবার যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক যানবহর হামলার মুখে পড়ে। তিনি আরো জানান, প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে এ হামলার সঙ্গে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস যুক্ত।

XS
SM
MD
LG