মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে সংযোগ স্থাপনকারী মূল সড়কে ভূমিধ্বসের ফলে বেশ কিছু ট্রাক চাপা পড়েছে। এ দুর্ঘটনায় অন্তত ২ ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় ২০টিরও বেশি ট্রাক চাপা পড়েছে বলে জানা গেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র খাইবার পাসের কাছাকাছি জায়গায় অবস্থিত সীমান্তবর্তী এলাকায় ভূমিধ্বসের ঘটনাটি ঘটে। এ ঘটনায় অসংখ্য মানুষ আহতও হয়েছেন।