বাংলাদেশের টাঙ্গাইল জেলার কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন।
বুধবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মীরহামজানী এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল দাসপাড়া এলাকার বাসন্তী রানী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।
নিহতদের স্বজনেরা জানান, নিহতরা সকালে যাকাতের কাপড় সংগ্রহের জন্য সল্লা যাচ্ছিলেন। মীরহামজানী এলাকায় সকাল ৭টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান মনির বলেন, সকালে নিহত চারজন নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলন। এ সময় একতা একপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে বলে জানান তিনি।