নতুন অগ্রগতিঃ
-
তুরস্কে কৃষ্ণ সাগরের শস্য চুক্তি পরিদর্শন শুরু।
-
ইউক্রেন থেকে আমদানির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞায় মধু,মদ , রুটি ও চিনি যুক্ত করেছে হাঙ্গেরি।
-
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সমমনা দেশগুলোর উচিত “পশ্চিমাদের অবৈধ একতরফা চাপের” বিরোধিতা করা।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বুধবার (১৯ এপ্রিল) বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট দেশে এসে পৌঁছেছে।
শত্রুর ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে সক্ষম এমন অত্যাধুনিক অস্ত্র সরবরাহের জন্য ইউক্রেনের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে মিত্রদের কাছে তদবির করে আসছিলেন। ইউক্রেনীয় বাহিনী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপে বেশ কয়েক মাস প্রশিক্ষণ নিয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এক টুইট বার্তায় বলেন, “আজ আমাদের সুন্দর ইউক্রেনের আকাশ আরও নিরাপদ হয়ে উঠেছে, কারণ প্যাট্রিয়ট ইউক্রেনে এসে পৌঁছেছে। আমাদের আকাশ রক্ষাকারীরা যত দ্রুত সম্ভব এসব ব্যবহার করবে। আমাদের অংশীদারেরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে”।
এর আগে বুধবার ইউক্রেনের কর্মকর্তারা দক্ষিণ ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাতভর রুশ বাহিনীর ড্রোন হামলার কথা জানিয়েছিলেন।
ওডেসা অঞ্চলে ইউক্রেনের সামরিক কমান্ডের প্রধান ইউরি ক্রুক বলেছেন, ড্রোনগুলো একটি অবকাঠামো স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাশিয়া ইউক্রেন হামলায় ড্রোনের ব্যাপক ব্যবহার করেছে। যার মধ্যে অবকাঠামোগত লক্ষ্যবস্তুও রয়েছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া।