অ্যাকসেসিবিলিটি লিংক

মঙ্গলবারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর সুদানের যুদ্ধরত বাহিনী ২৪ ঘন্টার নতুন যুদ্ধবিরতি ঘোষণা করেছে


এই ছবিতে সুদানের দক্ষিণ খার্তুমে লড়াইয়ে বিধ্বস্ত একটি বাস দেখা যাচ্ছে। ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ১৯ এপ্রিল সেখানে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

সুদানের রাজধানীর রাস্তায় যুদ্ধরত দলগুলো মঙ্গলবারের যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হওয়ার একদিন পর বুধবার (১৯ এপ্রিল) নতুন করে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

সুদানি সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ পৃথকভাবে ঘোষণা করেছে, তারা স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে (আন্তর্জাতিক সময় ১৬০০) শুরু হওয়া সাময়িক যুদ্ধবিরতি মেনে চলবে।

.তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বিক্ষিপ্ত লড়াইয়ের খবর পাওয়া গেছে।

ওয়াশিংটনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ পিয়েরে দুই পক্ষকেই যুদ্ধবিরতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সহিংসতা পরিত্যাগ করুন এবং আলোচনায় ফিরে আসুন”।

বুধবার দিনের শুরুতে খার্তুমের প্রধান সামরিক সদর দপ্তরের চারপাশে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে। সামরিক জেটগুলো কমপ্লেক্সের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আরএসএফ বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলেছে, গত পাঁচ দিনের লড়াইয়ে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে। যেহেতু অনেক লাশ রাস্তায় পড়ে আছে এবং সংঘর্ষের কারণে সেসব জায়গায় পৌঁছানো যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বুধবার ভয়েস অফ আমেরিকাকে বলেছে, তারা নিরাপত্তা ব্যবস্থা এবং অন্য সতর্কতা সম্পর্কে সুদানে বসবাসরত আমেরিকান নাগরিকদের সঙ্গে যোগাযোগ করছে। পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, তারা সুদানে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের নিহত বা আহত হওয়ার বিষয়ে কিছু জানে না।

আফ্রিকান ইউনিয়ন, আরব লীগ, ইস্ট আফ্রিকান রিজিওনাল ব্লক—আইজিএডি ও দ্য ইন্টারগভর্নমেন্টাল অথরিটি অন ডেভেলপমেন্টসহ সারা বিশ্ব থেকে এবং আফ্রিকা থেকেও এই যুদ্ধ শেষ করার আহ্বান জানানো হয়েছে।

.তবে সুদানের দুই শীর্ষ জেনারেল এখনো আলোচনার ইচ্ছা প্রকাশ করেননি এবং প্রত্যেকেই অন্যের আত্মসমর্পণের দাবি জানিয়েছেন।

ভয়েস অফ আমেরিকার ইংলিশ টু আফ্রিকার ক্যারল ভ্যান ড্যাম ফক, ভয়েস অফ আমেরিকার আফ্রিকার সংবাদদাতা মারিয়ামা ডায়ালো, ভয়েস অফ আমেরিকার জাতিসংঘের প্রতিনিধি মার্গারেট বেশির, ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউসের সংবাদদাতা অনিতা পাওয়েল, ভয়েস অফ আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ব্যুরো প্রধান নাইক চিং ও ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মাইকেল অটিট এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। কিছু তথ্য এপি, রয়টার্স ও এএফপি থেকে নেওয়া হয়েছে।



XS
SM
MD
LG