অ্যাকসেসিবিলিটি লিংক

‘সরকারি অর্থায়নের গণমাধ্যম’ চিহ্ন বাদ দিয়েছে টুইটার


সানফ্রান্সিসকোতে টুইটার সদর দপ্তর; (ফাইল ফটো)৮ ডিসেম্বর ২০২২।

বিশ্বমানের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সরকারি অর্থায়নের গণমাধ্যম বা রাষ্ট্র-সংশ্লিষ্ট গণমাধ্যম হিসেবে অভিহিত করে টুইটার যে চিহ্ন বসিয়েছিলো, সেগুলো সরিয়ে নেয়া হয়েছে। এলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্মটি মাসিক ফি প্রদান করে না এমন একাউন্টগুলো থেকে নীল চিহ্ন (ব্লু টিক) সরানো শুরু করার পর, এই পদক্ষেপ নেয়া হয়।

যেসব প্রতিষ্ঠানকে আর সরকারি-অর্থায়নের গণমাধ্যম হিসেবে চিহ্নিত করা হচ্ছে না, সেগুলোরমধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও। প্রধান অ্যাকাউন্টকে রাষ্ট্র-সংশ্লিষ্ট গণমাধ্যম হিসেবে চিহ্নিত করার পর, ন্যাশনাল পাবলিক রেডিও গত সপ্তাহে টুইটার ব্যবহার না করার ঘোষণা দেয়। এর পর টুইটারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হয়। রাষ্ট্র নিয়ন্ত্রিত শব্দগুলো দিয়ে রাশিয়া, চীন বা অন্য কর্তৃত্ববাদী সরকার নিয়ন্ত্রিত বা ব্যাপকভাবে প্রভাবিত গণমাধ্যম প্রতিষ্ঠানকে বোঝানো হয়।

টুইটার “সরকার-অর্থায়ন করা গণমাধ্যম” হিসেবে উল্লেখ করা পরিচয় প্রত্যাহার করলেও, এনপিআর বলেছে, এটি এখনো বিভ্রান্তিকর। এনপিআর তাদের তহবিলের ক্ষুদ্র একটি অংশের জন্য সরকারের ওপর নির্ভরশীল।

বৃহস্পতিবার টুইটারের অনেক হাই-প্রোফাইল ব্যবহারকারী নীল চিহ্ন (ব্লু টিক) হারিয়েছেন। নীল চিহ্ন ( ব্লু টি) এমন একটি ব্যবস্থা যা তাদের পরিচয় যাচাই করতে এবং প্রতারকদের কাছ থেকে তাদের আলাদা করতে সহায়তা করে। যেসব হাই প্রোফাইল ব্যবহারকারী বৃহস্পতিবার তাদের নীল চিহ্ন হারিয়েছেন, তাদের মধ্যে রয়েছে বিয়ন্স, পোপ ফ্রান্সিস, অপরাহ উইনফ্রে এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

গত অক্টোবরে সান-ফ্রান্সিস্কো ভিত্তিক টুইটার ৪ হাজার ৪০০ কোটি ডলারে কিনে নেন মাস্ক। এরপর সংকটে থাকা এই প্লাটফরমটির আয় বাড়াতে, আরো বেশি মানুষকে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য টাকা দিতে চাপ দেন। তার এই পদক্ষেপের ফলে, ব্লু টিক অভিজাত ব্যক্তিত্ব, সাংবাদিক এবং অন্য অনেকের জন্যে একটি অযাচিত বা “দুর্নীতিগ্রস্ত” স্ট্যাটাস সিম্বল হয়ে উঠে। এর আগে, টুইটারের এই নীল চিহ্ন প্রকৃত ব্যক্তি যাচাইকরণের একটি উপায় ছিলো।

XS
SM
MD
LG