অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতি বছরের মত মন্নত-এর ব্যালকনি থেকে এল শাহরুখ খানের ঈদ শুভেচ্ছা


ঈদের দিন ভারতের মুম্বইতে শাহরুখ খানের বাড়ি মন্নত-এর বারান্দায় এসে হাত নাড়লেন বাড়ির সামনে জমায়েত হওয়া সবার উদ্দেশে। ২২ এপ্রিল, ২০২৩।

অনুরাগীদের জন্য প্রতি বছরের মতো এ বছরেও ইদি নিয়ে হাজির ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। শনিবার ২২ এপ্রিল ঈদের দিন ভারতের মুম্বইতে তাঁর বাড়ি মন্নত-এর বারান্দায় এসে হাত নাড়লেন বাড়ির সামনে জমায়েত হওয়া সবার উদ্দেশে। বছরের দু’টো দিন নিয়ম করে তিনি নিজের বাসভবন থেকে অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এক, নিজের জন্মদিনে এবং দুই, ঈদের দিন। এবারও সেই নিয়মের অন্যথা হয়নি।

শনিবার বেলার দিকে ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে মন্নত-এর বারান্দায় উঠে আসেন শাহরুখ। এরপর বাড়ির সামনে জড়ো হওয়া অগণিত মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা তো বটেই, শাহরুখকে দেখতে পেয়ে সেখানে ভিড় জমান পথচলতি মানুষরাও।

সাদা টি শার্ট, কালো ডেনিম, চোখে সানগ্লাস পরে ঈদের দিন বাড়ির বারান্দায় হাজির হয়েছিলেন শাহরুখ। অন্যদিকে আব্রামের পরনে ছিল দুধসাদা কুর্তা-পাজামা। সেখান থেকে দু’জন মিলেই হাত নেড়ে ঈদের শুভেচ্ছা জানান। সবার সঙ্গে এই খুশির দিনের আনন্দ ভাগ করে নেন তারকা পিতা ও তাঁর পুত্র।

অন্যদিকে বলিউডের বাদশা নামে জনপ্রিয় শাহরুখের উদ্দেশেও শুভেচ্ছা জ্ঞাপন করেন অনুরাগীরা। এদিনের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাহরুখ লিখেছেন, "এই উৎসবের দিনে আপনাদের সবাইকে দেখে খুব ভাল লাগল! সবাই ভালবাসা ছড়িয়ে দিন এবং আল্লাহর আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। ঈদ মোবারক।"

XS
SM
MD
LG