অ্যাকসেসিবিলিটি লিংক

ন' বছরের খুদে ছাত্রীর আর্জিতে জম্মু-কাশ্মীরে 'ভালো' স্কুলের কাজ শুরু প্রধানমন্ত্রীর


ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার লোহাই-মালহার ব্লকের প্রত্যন্ত গ্রামের একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী শীরত নাজ। (ফাইল ছবি)
ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার লোহাই-মালহার ব্লকের প্রত্যন্ত গ্রামের একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী শীরত নাজ। (ফাইল ছবি)

স্কুলের পরিকাঠামো ভালো নয়। টেবিল চেয়ার কিংবা বেঞ্চ, কিছুই নেই। মেঝেতে বসেই পড়াশোনা করতে হয় খুদে ছাত্র-ছাত্রীদের। তাতেই রোজ নোংরা হয় জামা কাপড়, বাড়িতে ফিরলেই মায়ের বকুনি বাঁধা। এমন স্কুলে পড়তে যেতে কি মন চায়?

তাই ভাল স্কুল বানিয়ে দেওয়ার দাবিতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দরবার করেছিল জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার লোহাই-মালহার ব্লকের প্রত্যন্ত গ্রামের একটি স্কুলের তৃতীয় শ্রেণীর এক ছাত্রী শীরত নাজ। তার আবেদনের সেই ভিডিও সামনে আসার পরেই জেলা প্রশাসনের তরফে উদ্যোগ নিয়ে শুরু হয় স্কুল মেরামতির কাজ। তারপর ফের নতুন ভিডিও রেকর্ড করে তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছে সেই ছোট্ট মেয়ে।

ন' বছরের শীরাত তার স্কুলের পরিকাঠামো নিয়ে একেবারেই খুশি ছিল না। একটি ভিডিও রেকর্ড করে ভাল স্কুল বানিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছিল শীরাত। সেই ভিডিওতে তাকে ঘুরে ঘুরে গোটা স্কুলের যাবতীয় ব্যবস্থা এবং পরিকাঠামো সকলকে দেখাতে দেখা গিয়েছিল।

স্থানীয় সংবাদ সংস্থা ‘মারমিক নিউজ’-এর মাধ্যমে ছোট্ট নাজের সেই করুন আর্তির ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকেই আশাবাদী ছিলেন, একরত্তি মেয়ের প্রার্থনা বিফলে যাবে না। স্থানীয় প্রশাসনের চোখে পড়ে সেই ভিডিও, আর তারপরেই স্কুলটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়।

জম্মু ও কাশ্মীরের স্কুল এডুকেশন বোর্ডের ডিরেক্টর রবি শংকর শর্মা নিজে গিয়ে স্কুলটি পরিদর্শন করে আসেন। সেটির পরিকাঠামো, সুযোগ সুবিধা সবকিছু নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। পড়ুয়াদের জন্য তৈরি করা হচ্ছে চেয়ার, টেবিল, বেঞ্চ। বাথরুম, ব্ল্যাকবোর্ডেরও জন্যও টাকা বরাদ্দ করা হয়েছে। আর তাতেই খুশি শীরাত। প্রধানমন্ত্রী যে সত্যিই তার ডাকে সাড়া দিয়েছেন, তাতেই তার খুশি আর ধরছে না। নতুন করে ভিডিও রেকর্ড করে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়েছে সে। আরও জানিয়েছে, বড় হয়ে সে আইএএস অফিসার হয়ে গোটা দেশের জন্য কাজ করতে চায়।

XS
SM
MD
LG