অ্যাকসেসিবিলিটি লিংক

১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি)

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিবার (২৩ এপ্রিল) সকালে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে রাজধানী ঢাকার বনানী কবরস্থানে যান এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ও শেখ রেহানা শহীদদের কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন, ফাতেহা পাঠ করেন এবং ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বনানী কবরস্থানে তাদের মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্য শহীদদের সমাহিত করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু, তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তাদের তিন পুত্র এবং বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য ও তার তিন নিকটাত্মীয়কে একদল বিপথগামী সেনা সদস্য হত্যা করে।

বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন রেহানা সে সময় বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।

XS
SM
MD
LG