বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক শোক বার্তায় তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পঙ্কজ ভট্টাচার্য রবিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
পঙ্কজ ভট্টাচার্য গত শতকের ষাটের দশক থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের নেতৃস্থানীয় সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধের সময়, ছাত্র ইউনিয়ন ন্যাপ কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন পঙ্কজ ভট্টাচার্য।