অ্যাকসেসিবিলিটি লিংক

বিজেপি বড় হিরো হয়েছে, ওদের জিরো করাই মূল লক্ষ্য: বিহারের মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে নবান্নে ঘোষণা মমতা বন্দোপাধ্যায়ের


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতে অবিজেপি আঞ্চলিক দলগুলির নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস-এর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার ২৪ এপ্রিল পশ্চিমবঙ্গের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন- এ গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব । তারপর নীতীশ, তেজস্বীকে পাশে বসিয়ে মমতা বন্দোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "নীতীশ কুমার আর আমার ব্যক্তিগত কোনও ইগো নেই। আমরা চাই সবাইকে একসঙ্গে নিয়ে বিজেপিকে হারাতে।"

এদিন নীতীশ কুমারও বলেছেন, "খুব ইতিবাচক আলোচনা হয়েছে।" জেডিইউ নেতার কথায়, "এখন যারা দেশ চালাচ্ছে তারা সব বদলে দিতে চাইছে। ইতিহাস, স্বাধীনতা আন্দোলন—সব। আর খালি নিজেদের ঢাক পেটানো ছাড়া ওদের কোনও কাজ নেই। সব দল একসঙ্গে হয়েই এদের বিরুদ্ধে আগামী বছর লোকসভা ভোটে লড়তে হবে।"

দুই নেতানেত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন, এখন যা আলোচনা হচ্ছে তা হল অতি প্রাথমিক পর্যায়ের। মমতা বলেন, "আমরা চাই আগে সব দল একসঙ্গে বসে একটা ঘরোয়া বৈঠক করুক। তাতে মানুষের কাছে বিজেপি বিরোধী ঐক্যের বার্তা যাবে। তারপর নির্বাচনী ইস্তেহার বা আর যা কিছু সব পরে দেখা যাবে।"

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে উন্নয়ন হয়েছে সেকথাও এদিন সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। নীতীশ বলেছেন, "আমাদের আগে থেকেই সম্পর্ক ছিল, যাতায়াত ছিল। তবে এবার এসে দেখলাম, ইনি (মমতা বন্দ্যোপাধ্যায়) কতটা বদলে দিয়েছেন।"

বাংলার মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমি নীতীশজিকে বলেছিলাম, জয়প্রকাশ নারায়ণের আন্দোলন শুরু হয়েছিল বিহার থেকে। এবারও সেটাই হোক।" তিনি আরও বলেন, "বিজেপি বড় হিরো হয়েছে। ওদের জিরো করাই মূল লক্ষ্য।"

এর আগে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তার আগে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীও তাঁর সঙ্গে দেখা করে গিয়েছিলেন। মাঝে ওড়িশা সফরে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও দেখা করেছিলেন মমতা বন্দপাধ্যায়। এদিন নীতীশ-তেজস্বী এলেন নবান্ন-এ। জানা গিয়েছে, কলকাতা থেকে নীতীশ ও তেজস্বী সোজা যাবেন উত্তরপ্রদেশে। অখিলেশ যাদবের সঙ্গে তাঁদের বৈঠক হবে।

XS
SM
MD
LG