অ্যাকসেসিবিলিটি লিংক

শীঘ্রই হবে ভারতীয় মুদ্রায় বৈদেশিক বাণিজ্যিক লেনদেনঃ কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর ঘোষণা


ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল
ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল

খুব শিগগিরই নাকি ব্যবসায়ীরা ভারতীয় মুদ্রার মাধ্যমে বৈদেশিক বাণিজ্যিক লেনদেন করতে পারবেন, কারণ বিভিন্ন দেশের একাধিক ব্যাঙ্ক ভারতীয় ব্যাঙ্কগুলির সঙ্গে বিশেষ ‘ভোস্ট্রো’ অ্যাকাউন্ট তৈরি করছে। শনিবার ২২এপ্রিল এই ব্যাপারে আশা প্রকাশ করে তেমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ড সহ ১৮টি দেশের ৬০টি করেসপন্ডেন্ট ব্যাঙ্ককে ‘স্পেশাল রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট’ (এসআরভিএ) খোলার অনুমোদন দিয়েছে।

গোয়েল জানিয়েছেন, সেন্ট্রাল ব্যাঙ্ক বর্তমানে এই বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে এবং বেশ কয়েকটি দেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে রুপি লেনদেনের কার্যক্রম শীঘ্রই শুরু হবে। তিনি আরও বলেন যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং কানাডার মতো উন্নত দেশগুলির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা বেশ অনেকটাই এগিয়েছে।

ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, গাল্ফ কোঅপারেশন কাউন্সিল এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ইতিমধ্যেই তুলনামূলক চুক্তির জন্য ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে।

বাণিজ্য ও শিল্পমন্ত্রীর দাবি, ‘সমগ্র বিশ্ব’ ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রতিষ্ঠা করতে আগ্রহী। বস্ত্রশিল্পের ক্ষেত্রে উৎপাসঙ্গে জড়িত ইনসেনটিভ স্কিমের দ্বিতীয় পর্যায়ে পীযূষ গোয়েল জানিয়েছিলেন, এ বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে বিশদে আলোচনা শুরু হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন যে স্কিমটির ডিটেল শীঘ্রই চূড়ান্ত করা হবে এবং অনুমোদনের জন্য সর্বোচ্চ স্তরে আনা হবে।

XS
SM
MD
LG