রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার দায়িত্বের প্রথম দিনে, মঙ্গলবার (২৫ এপ্রিল) একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ১১টা ৪০ মিনিটে তিনি প্রথমে সাভারে জাতীয় সমাধিসৌধে যান এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে, দুপুর ১২টা ২০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল অনুষ্ঠানে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
সাহাবুদ্দিন নিজেও একজন মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শনস্বরূপ কিছু সময় নীরবতা পালন করেন। উল্লেখ্য, নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয়।
রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের একটি হলোগ্রাফিক উপস্থাপনা প্রত্যক্ষ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতি ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন।