মোদী পদবিধারীদের মানহানির মামলা থেকে রেহাই পেতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার ২৫ এপ্রিল আর্জি জানালেন ভারতের গুজরাত হাইকোর্টে । কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মনু সিঙ্ঘভি মঙ্গলবার জানান, এই ধরনের মামলায় সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। তবু শীর্ষ আদালত, আগে হাইকোর্টে মামলার শুনানির জন্য বলতে পারে ধরে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাহুল গান্ধীর তরফে হাইকোর্টে সাজা বাতিলের আর্জি জানানো হয়। সাজা বাতিল বা দু’বছরের কম কারাবাস হলেই কংগ্রেস নেতা তাঁর সাংসদ পদ ফিরে পাবেন। গত সপ্তাহে সুরাতের সেশন আদালত তাঁর এই আর্জিই খারিজ করে দিয়ে নিম্ন আদালতের নির্দেশ বহাল রেখেছে। নিম্ন আদালত রাহুলকে মানহানির মামলায় সর্বোচ্চ সাজা হিসাবে দু’বছরের কারাদণ্ড দিয়েছে।
নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখলেও সেশন আদালত রাহুল গান্ধীকে একটি বিষয়ে স্বস্তি দিয়েছে। জামিনের আবেদন নিয়ে চূড়ান্ত আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত তিনি মুক্ত। পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারবে না। তাঁর আদালতে আত্মসমর্পণ করারও প্রয়োজন নেই। অভিষেক মনু সিঙ্ঘভি জানিয়েছেন, মঙ্গলবার গুজরাত হাইকোর্টে মামলা দায়ের করলেও শুনানির বিষয়ে আদালত এখনও কিছু জানায়নি।