অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ৯৬ বছর বয়সে প্রয়াত


ভারতের পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। (ফাইল ছবি)
ভারতের পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। (ফাইল ছবি)

প্রয়াত হলেন ভারতের পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। কিছুদিন ধরেই অসুস্থতা নিয়ে মোহালির হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার ২৫ এপ্রিল বিকেলে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন শিরোমণি অকালি দলের প্রবীণ নেতা।

সূত্রের খবর প্রকাশ সিং বাদল দিন কয়েক আগে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকেরা জানিয়েছিলেন, শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল তাঁর। তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯২৭ সালের ৮ ডিসেম্বর পশ্চিম পাঞ্জাবের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসাবে পাঞ্জাব বিধানসভায় নির্বাচিত হন প্রকাশ সিং বাদল। এটাই ছিল পাঞ্জাব বিধানসভায় তাঁর প্রথম প্রবেশ। ১৯৬৯ সালে প্রথম মুখ্যমন্ত্রী হন তিনি। তারপর বাকিটা ইতিহাস। পাঞ্জাবের রাজনীতিতে প্রকাশ সিং বাদলের ভূমিকা আজও লোকের মুখে মুখে ঘোরে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাঞ্জাব তথা ভারতীয় রাজনৈতিক জগতে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর আসনে পাঁচ বার বসেছেন। চণ্ডীগড়ে গদিতে মুখ্যমন্ত্রীত্ব সামলেছেন ২০০৭ থেকে ২০১৭। টানা ১০ বছর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। কংগ্রেসের পরেই দেশের সব চেয়ে পুরনো রাজনৈতিক দল শিরোমণি অকালি দল। ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই দলের সভাপতি ছিলেন তিনি।

পাঞ্জাবের রাজ্য রাজনীতিতে বাদল পরিবারের অবদান অনস্বীকার্য। সেই বাদল পরিবারের অন্যতম প্রধান সদস্য ছিলেন প্রকাশ সিং বাদল। ২০২২ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে ভাতিন্ডার লাম্বী আসন থেকে ভোটে লড়েছিলেন তিনি। ভোটের ময়দানে এই নিয়ে ১৩ বার লড়াই করেছেন ‘সিনিয়র’ বাদল।

XS
SM
MD
LG