অ্যাকসেসিবিলিটি লিংক

আইএমএফ-বাংলাদেশ ব্যাংক বৈঠক: মুদ্রা বিনিময় ও ঋণের হার নিয়ে আলোচনা


যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডিসি-তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সদর দফতরের বাইরে আইএমএফ-এর লোগো দেখা যাচ্ছে। ৮ অক্টোবর, ২০২২। (ফাইল ছবি)
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডিসি-তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সদর দফতরের বাইরে আইএমএফ-এর লোগো দেখা যাচ্ছে। ৮ অক্টোবর, ২০২২। (ফাইল ছবি)

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নরের সঙ্গে দেখা করেছেন। এ সময় তারা বিভিন্ন খাতের সংস্কারের অগ্রগতির হালনাগাদ আর্থিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছন। আলোচনায় অগ্রাধিকার পাওয়া বিষয়গুলোর মধ্যে রয়েছে একাধিক বিনিময় হার একীভূত করার প্রচেষ্টা, ঋণের সুদের হারকে বাজারমুখী করা এবং আইএমএফের সংজ্ঞা অনুযায়ী বৈদেশিক রিজার্ভ গণনার প্রক্রিয়া।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে আইএমএফ বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করে; শেষ হয় বিকাল ৩টায়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানিয়েছেন, প্রতিনিধি দল আইএমএফের ঋণ ব্যবহারের অগ্রগতিসহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগের সঙ্গে যুক্ত বিভিন্ন অর্থনৈতিক বিষয়ের হালনাগাদ তথ্য নিয়ে আলোচনা করেছে। তিনি আরো বলেন, এই সফরটি আইএমএফের কাজের একটি নিয়মিত প্রক্রিয়া এবং বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রের পক্ষে বৈঠকে অংশ নেয়।

আইএমএফ প্রতিনিধি দল ২৫ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের মধ্যে, অর্থনীতি স্থিতিশীল রাখতে, আইএমএফের কাছে ঋণের জন্য আবেদন করে বাংলাদেশ এবং কিছু বিষয়ে সংস্কার করতে সম্মত হয়।

XS
SM
MD
LG