অ্যাকসেসিবিলিটি লিংক

পদ্মা সেতু থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৬৬০ কোটি ২৪ লাখ টাকা টোল আদায় হয়েছে—সেতুমন্ত্রী ওবায়দুল কাদের


বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতু থেকে মঙ্গলবার (২৫ এপ্রিল) পর্যন্ত ৬৬০ কোটি ২৪ লাখ টাকা টোল আদায় করা হয়েছে।

তিনি বলেন, ২২ এপ্রিল সকাল ৬টা থেকে ২৬ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ৭৭ হাজার ৫২৯টি মোটরবাইক সেতুটি অতিক্রম করেছে। এ ছাড়া এই সময়ে মোটরসাইকেল থেকে টোল আদায় হয়েছে ৭৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সেতু বিভাগের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিনি জানান, আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি গরুর হাট, গরু বোঝাই যানবাহন চলাচল এবং বৃষ্টির মধ্যেও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগাম পদক্ষেপ নিতে বলেন।

সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌসসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

XS
SM
MD
LG