অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সুপ্রিম কোর্টে সমলিঙ্গের বিয়ে মামলায় সন্তানদের পক্ষে চিঠি মা-বাবাদের


ভারতের সুপ্রিম কোর্ট। (ছবি- অ্যাডোবে স্টক)
ভারতের সুপ্রিম কোর্ট। (ছবি- অ্যাডোবে স্টক)

সমলিঙ্গ বিয়ের অধিকার নিয়ে মামলা চলছে ভারতের সুপ্রিম কোর্টে। এবার তারমধ্যেই এই বিয়েতে স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিলেন এলজিবিটিকিউআইএ++ গোষ্ঠীর অন্তর্ভুক্ত মানুষদের ৪০০ জন বাবা-মা। তাঁদের আবেদন, স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় এই বিয়ের অনুমতি দেওয়া হোক।

মঙ্গলবার ২৫ এপ্রিল ছিল সমলিঙ্গ বিয়ে নিয়ে মামলার শুনানির চতুর্থ দিন। শুনানি চলাকালীন যখন সওয়াল জবাব চলছে, তখনই এই চিঠি আসে। চিঠিটি লেখা হয়েছে ‘স্বীকার – দ্য রেনবো পেরেন্টস’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে।

স্বীকার’ নামে ওই সংগঠনের লেখা চিঠিতে বাবা-মায়েরা আবেদন করেছেন, "আমরা চাই আমাদের সন্তানরা সমলিঙ্গ বিয়েতে বৈধতা পাক। আমরা নিশ্চিত আমাদের মতো দেশ, যা বহুত্ববাদ ও বৈচিত্র্যর ধ্বজা বহন করে, সেখানে আমাদের সন্তানদের নিয়ে স্পেশাল ম্যারেজ আইনের আওতায় সম্মতি দেওয়া হোক।"

সমলিঙ্গ বিয়ে নিয়ে কেন্দ্র তাদের মতামত জানিয়েছে। সেখানে এই বিয়েকে ‘শহরের অভিজাত শ্রেণির ভাবনা’ বলে মত দেওয়া হয়েছে। দেশের শীর্ষ আদালত এখনও পর্যন্ত এই নিয়ে কিছু জানায়নি। তবে শুনানিতে বাবা-মায়েদের এই আর্জি নিঃসন্দেহে অন্য মাত্রা দেবে বলে মনে করেন পর্যবেক্ষকরা।

সমকামী ব্যক্তিদের বাবা-মায়েরা আরও জানাচ্ছেন যে, প্রথমে তাঁরাও তাঁদের সন্তানদের এমন সমকামীতা মেনে নিতে পারেননি। কষ্ট পেয়েছেন। তাঁদেরও নানান আপত্তি ছিল। কিন্তু পরে তাঁরা বিষয়টি বুঝেছেন। চিঠিতে আরও বলা হয়েছে, আজ যাঁরা এই বিয়ের বিরোধিতা করছেন একদিন তাঁরাও বুঝতে পারবেন।

XS
SM
MD
LG