সিনেমা বা ধারাবাহিকের বা এখনকার ট্রেন্ড অনুযায়ী ওটিটি জগতে মহিলা এবং পুরুষ অভিনেতাদের আয়ের তারতম্য নিয়ে অতীতে অনেকেই সরব হয়েছেন। তবে, এবার অন্য সুর শোনা গেল সদ্য ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী প্রাপ্ত বলিউড় অভিনেত্রী রবিনা ট্যান্ডনের গলায়। পুরুষ এবং মহিলাদের আয়ের প্রসঙ্গে তাঁর বক্তব্য এই মুহূর্তে টেলিভিশন জগতে মহিলাদের আয় পুরুষদের তুলনায় বেশি।
হিন্দি সিনেমার জগতের এই বিষয়টি থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন অভিনেত্রী। তাঁর মতে, এখনও হিন্দি সিনেমার জগত পুরুষশাসিত। ফলে, টেলিভিশন বা ওটিটির মতো পরিবর্তন আসতে কিছুটা দেরি আছে বলেই মনে করেন রবিনা। তবে, মহিলারা ধীরে ধীরে এই কাচের দেওয়াল ভাঙছেন, ফলে খুব তাড়াতাড়ি সিনেমার জগতেও মহিলাদের একাধিপত্য দেখা যাবে বলে জানান অভিনেত্রী।
পরিচালনা থেকে প্রযোজনা সব ক্ষেত্রেই ইদানিং মহিলারা গুরুত্ব পাচ্ছেন। ফলে, অন্য একজন মহিলার স্বার্থের দিকটিও সুনিশ্চিত করা হচ্ছে। প্রসঙ্গত, অভিনেত্রীরা তাঁর সময়ে এমন সুযোগ পাননি বলেও জানান।
এই সাক্ষাৎকারে উঠে আসে রবিনার জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি ‘দমন’ এর প্রসঙ্গও। তাঁর মতে, এই ছবিটি যে সময়ে বানানো সেই সময়ে বৈবাহিক ধর্ষণ, গার্হস্থ্য হিংসা এই বিষয়গুলি এড়িয়ে যাওয়া হতো। ফলে, এই ছবিতে অভিনয় করার জন্য সেই সময়ে তিনি কোনওরকম সাধুবাদ পাননি বরং নানারকম বিদ্রুপ সহ্য করতে হয়েছে, এমনই জানান অভিনেত্রী। তবে, ২৩ বছর পরেও যে সেই ছবি নিয়ে আজও আলোচনা হয় সব মহলে এই বিষয়টিই সামাজিক পরিবর্তনের চিহ্ন বলে মনে করেন রবিনা।