উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি অস্থায়ী সামরিক ক্যাম্পে জঙ্গিরা রকেট এবং বন্দুক দিয়ে হামলা করার সময় একটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত তিন সেনা সদস্য নিহত হন। নিরাপত্তা কর্মকর্তারা শুক্রবার একথা জানান। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ।
সাম্প্রতিক মাসগুলোতে ঘন ঘন হামলা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে, পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করলে এই সহিংসতার ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারিতেই মসজিদে এক বোমা হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়।
আফগানিস্তানের সীমান্তবর্তী দুর্গম একটি উপজাতীয় অঞ্চলের কাছে লাক্কি মারওয়াত জেলায় বৃহস্পতিবার রাত থেকে সেনা সদস্যদের সাথে হামলাকারীদের কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ হয়। তথ্য দেয়ার অনুমতি নেই বলে নাম প্রকাশ না করার শর্তে দুজন কর্মকর্তা রয়টার্সকে একথা জানান।
তারা আরো জানান, এই সংঘর্ষে তিন সেনা সদস্য এবং কয়েকজন জঙ্গি নিহত হয়। সেনারা কাছাকাছি একটি সামরিক ঘাঁটির নতুন চৌকিতে অবস্থান নিতে যাচ্ছিলো।
সেনাবাহিনীর জনসংযোগ শাখা এই ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। আর, তাৎক্ষনিকভাবে মন্তব্যের অনুরোধেরও জবাব দেয়নি।
এই উপজাতীয় অঞ্চল দীর্ঘদিন ধরেই পাকিস্তানি তালিবান নামে পরিচিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানসহ ইসলামপন্থী জঙ্গিদের আবাসস্থল। তেহরিক-ই-তালিবান বেশ কয়েকটি সুন্নি জঙ্গি গোষ্ঠীর প্রধান সহায়তাকারী সংগঠন।
স্থানীয় তালিবান গোষ্ঠী পাকিস্তান সরকারকে উৎখাত করতে এবং তাদের নিজস্ব কঠোর ইসলামী শাসন ব্যবস্থা চালু করার জন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে।
পাকিস্তানের সামরিক বাহিনী এই এলাকায় বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। এইসব অভিযানে জঙ্গিদের অবকাঠামো এবং নেটওয়ার্কগুলো ভেঙে দেয়া হয় এবং তাদের নেতারা প্রতিবেশী দেশ আফগানিস্তানে পালিয়ে যেতে বাধ্য হয়।