অ্যাকসেসিবিলিটি লিংক

সম্পর্ক আরও গভীর করতে চীন সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান


পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির; (ফাইল ছবি)।

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির চার দিনের সরকারি সফরে এখন চীনে রয়েছেন। সেখানে তিনি দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে পিপলস লিবারেশন আর্মির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন।

জেনারেল মুনির চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝাং ইউশিয়া’র সাথে সাক্ষাৎ করেন। সেখানে চীনা কর্মকর্তা দুই দেশের সম্পর্ককে অব্যাহত ও প্রত্যাশা অনুযায়ী বলে অভিহিত করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ঝাং বলেছেন, “আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন তার প্রতিবেশী কূটনৈতিক নীতিতে পাকিস্তানকে সর্বদা অগ্রাধিকার দেয়।”

প্রাক্তন পাকিস্তানি কূটনীতিক আলী সারওয়ার নকভি বলেন, মুনিরের সফর উভয় দেশের সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। এই সফরে, চীন -পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে। সিপিইসি একটি সংযোগ অবকাঠামো প্রকল্প এবং চীনের বৃহত্তর বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের অংশ।

দ্বিপাক্ষিক বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন চীন এবং ভারতের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।

সৌদি আরব এখন ইরানের সঙ্গে আলোচনা করছে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে। চীন এই অঞ্চলের অন্যতম প্রধান শক্তি। আর, তারা এখানকার প্রধান সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। তিনি বলেন, পাকিস্তান চীনের সাথে তার সু-সম্পর্কের সুবিধা নিতে পারে।

XS
SM
MD
LG