এসএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। তিনি বলেছেন, “প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই।”
শনিবার (২৯ এপ্রিল) বিকালে ভোলার চরফ্যাশনে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশে ৩০ এপ্রিল থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, “প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।” দীপু মনি বলেন, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হবে কি না, তা একটা নীতিগত বিষয়।সরকার এটা নিয়ে ভাবছে।”