অ্যাকসেসিবিলিটি লিংক

সুদান থেকে নাগরিকদের স্থানান্তরে সৌদি আরব ও ইন্দোনেশিয়ার সহায়তা পাচ্ছে বাংলাদেশ


পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ৩০ এপ্রিল, ২০২৩।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ৩০ এপ্রিল, ২০২৩।

সুদানে আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের সরিয়ে আনতে সহায়তা করবে ইন্দোনেশিয়া ও সৌদি আরব। রবিবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দেশ দুটির সহায়তায় কয়েক দিনের মধ্যে স্থানান্তর শুরু হবে বলে জানান তিনি।

বাংলাদেশের নাগরিকদের সরিয়ে আনার বিষয়ে সমর্থনের জন্য ইন্দোনেশিয়া ও সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রীূ শাহরিয়ার আলম। তিনি বলেন, “যাদের পাসপোর্ট আছে তাদের অবিলম্বে জাহাজে তোলার নির্দেশনা দেয়া হয়েছে। যাদের পাসপোর্ট নেই তাদের ভ্রমণের নথি দেয়া হবে এবং তারা পরবর্তী জাহাজগুলোতে উঠবেন; সেখানে বেশ কয়েকটি সৌদি জাহাজ থাকবে।”

তিনি বলেন, “আমাদের ধারণা সুদানে ১৫০০ বাংলাদেশি নাগরিক রয়েছে এবং এ পর্যন্ত তাদের মধ্যে ৭০০ জন নিবন্ধিত হয়েছে।” শাহরিয়ার বলেন, “প্রথমে বাংলাদেশিদের ২ মে বাসে করে খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে জাহাজে করে জেদ্দায় নিয়ে যাওয়া হবে।”

এ পর্যন্ত ৩৫ জন বাংলাদেশি নিরাপদে সুদান ছেড়েছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, “আমরা আশা করি যারা ইতোমধ্যেই নিবন্ধিত রয়েছে তাদের দ্রুত ফিরিয়ে আনতে পারবো।” শহরিয়ার আলম বলেন, “নিয়মিত ফ্লাইটের মাধ্যমে জেদ্দা ও অন্যান্য শহর থেকে বাংলাদেশিদের নিয়ে আসার প্রস্তুতি নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রয়োজনে বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুতি রয়েছে তাদের।”

XS
SM
MD
LG