অ্যাকসেসিবিলিটি লিংক

উজবেকিস্তানে দৌড় প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের মেয়ের সোনা জয়


চার বছর বয়স থেকেই দৌড়ের প্রশিক্ষণ নিচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রেজওয়ানা মল্লিক হিনা। এবার এশিয়ান ইউথ অ্যাথেলেটিক্স প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৮ বিভাগে ভারতের হয়ে সোনা জিতে নিলেন তিনি। তাঁর জয়েই তাসখন্দে উড়ল ভারতের পতাকা।

উজবেকিস্তানে বসেছে প্রতিযোগিতার আসর। চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের প্রতিযোগীরাও শামিল হয়েছেন সেখানে। তাঁদের পিছনে ফেলে দেশের মুখ উজ্জ্বল করেছেন এই বঙ্গতনয়া। অনূর্ধ্ব-১৮ বিভাগে ৪০০ মিটার দৌড়ে মেয়ের সোনা জয়ে গর্বিত রেজওয়ানার বাবা রেজাউল ইসলাম মল্লিক।

তিনি জানান, ছোটবেলা থেকেই মেয়ের খেলাধুলোর দিকে ঝোঁক। মাত্র ৪ বছর বয়স থেকেই মেয়েকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। নদিয়ার স্থানীয় সোনাডাঙা জুবলি ক্লাবের মাঠে প্র্যাকটিস করতেন হিনা।

রেজওয়ানার পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবা রেজাউল মল্লিক পার্শ্বশিক্ষক। তিনিও জাতীয় স্তরের কবাডি খেলোয়াড়। তাই তিনি প্রথম থেকেই মেয়েকে অ্যাথলিট করে তোলার প্রশিক্ষণ দিতে শুরু করেন। মেয়ের প্রতিভাকে আরও বিকশিত করতে হিনাকে ব্যাঙ্গালোরের কোচিং ক্যাম্পে ভর্তি করান রেজাউল।

শুধু জেলাস্তরেই নয় জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন রেজওয়ানা। অসমে অনুষ্ঠিত ন্যাশনাল গেমসে ৫২.৯৮ সেকেন্ডে ৪০০ মিটার দৌড় শেষ করে রেকর্ড গড়েছেন। অনূর্ধ্ব ১৬-১৭ বিভাগেও দেশকে সোনা জিতিয়েছিল রেজওয়ানা।

XS
SM
MD
LG