বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত শ্রমশক্তি জরিপে বলা হয়েছে, চলতি বছরের (২০২৩) প্রথম প্রান্তিকে বেকার মানুষের সংখ্যা ২ লাখ ৭০ হাজার বেড়ে মোট ২৫ লাখ ৯০ হাজার হয়েছে। মঙ্গলবার (২ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জরিপ এই প্রতিবেদন প্রকাশ করে বিবিএস।
বিবিএস-এর মতে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশে ২৫ লাখ ৯০ হাজার লোক বেকার ছিলো। আগের বছরের (অক্টোবর-ডিসেম্বর) শেষ প্রান্তিকে এই সংখ্যা ছিলো ২৩ লাখ ২০ হাজার। প্রতিবেদন প্রকাশ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, “শীতকালে, বিশেষ করে কৃষি খাতে চাকরির সুযোগ কম থাকে। এখন ধান কাটার মৌসুম শুরু হওয়ায় কাজের সুযোগ বেড়েছে। ফলে আবার বেকারের সংখ্যা কমবে।”
শ্রমশক্তি জরিপ ২০২২ অনুসারে, বাংলাদেশে মোট বেকার লোকের সংখ্যা ছিলো ২৬ লাখ ৩০ হাজার। এর মধ্যে পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার এবং নারীর সংখ্যা ৯ লাখ ৪০ হাজার। জরিপ বলছে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশে বেকারত্বের হার ছিলো ৩ দশমিক ৫১ শতাংশ। পুরুষদের বেকারত্বের হার ৩ দশমিক ৫৪ শতাংশ এবং নারীদের বেকারত্বের হার ৩ দশমিক ৪৬ শতাংশ।
শ্রম সমীক্ষা ২০২৩ অনুসারে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, কর্মরত জনসংখ্যা ছিলো ৭ কোটি ১১ লাখ। প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমশক্তির বাইরে জনসংখ্যা ৪ কোটি ৬২ লাখ এবং শ্রমশক্তির অংশগ্রহণের হার ৬১ দশমিক ৩৭। এতে বলা হয়েছে, কৃষি খাতে ৩ কোটি ১৯ লাখ মানুষ, শিল্প খাতে ১ কোটি ২২ লাখ এবং সেবা খাতে ২ কোটি ৬৯ লাখ মানুষ কাজে নিয়োজিত রয়েছেন। এ ছাড়া দেশের যুব শ্রমশক্তি রয়েছে ২ কোটি ৭৩ লাখ।
বিবিএস-এর মতে, বেকার জনসংখ্যা বলতে বোঝায়, যারা গত সাত দিনে অন্তত এক ঘণ্টা কাজ করেননি; কিন্তু গত সাত দিনে কাজ করতে ইচ্ছুক এবং মজুরির জন্য কাজ করতে আগ্রহী ছিলেন।