অ্যাকসেসিবিলিটি লিংক

দীর্ঘ অনশন ধর্মঘটের পর ইসরাইলি হেফাজতে ফিলিস্তিনি জঙ্গির মৃত্যু


ফিলিস্তিনি খাদের আদনানকে (মাঝে) পশ্চিম তীরের আরাবেহ গ্রামে ফিলিস্তিনিরা অভ্যর্থনা জানাচ্ছেন। ১২ জুলাই, ২০১৫। ফাইল ছবি।
ফিলিস্তিনি খাদের আদনানকে (মাঝে) পশ্চিম তীরের আরাবেহ গ্রামে ফিলিস্তিনিরা অভ্যর্থনা জানাচ্ছেন। ১২ জুলাই, ২০১৫। ফাইল ছবি।

ইসরাইলের কারাগারে আটক থাকা এক ফিলিস্তিনি জঙ্গি তিন মাসের অনশনের পর মারা গেছেন।

ইসরাইলের জেল পরিষেবা বলেছে, ৪৫ বছর বয়সী খাদের আদনানকে মঙ্গলবার সকালে মধ্য ইসরাইলের রামলা কারাগারে তার সেলে অচেতন অবস্থায় পাওয়া যায়। একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

আদনান ইসলামিক জিহাদ জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিলেন। সন্ত্রাসের অভিযোগে ৫ ফেব্রুয়ারি পশ্চিম তীরে গ্রেপ্তার হওয়ার পরপরই তিনি অনশন শুরু করেন। ইসরাইলের কারা কর্তৃপক্ষ বলছে, আদনান আটকের সময় চিকিৎসা করাতে অস্বীকার করেছিলেন।

আদনানকে তার সন্দেহভাজন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আরও কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। তিনি প্রশাসনিক আটকের অধীনে থাকার প্রতিবাদে বেশ কয়েকবার অনশনে বসেন। প্রশাসনিক আটকের অধীনে থাকা সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ না এনে বা বিচার প্রক্রিয়ার অধীনে না নিয়ে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা হয়।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, আদনানের মৃত্যুর ঘোষণার পর জঙ্গি গোষ্ঠী হামাসের দখলে থাকা অঞ্চলে গাজা উপত্যকা থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে রকেটগুলো কোনোপ্রকার ক্ষয়ক্ষতি করেনি। সেগুলো খোলা এলাকায় ভূপতিত হয়েছিল।

ইসলামিক জিহাদ আদনানের মৃত্যুর নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করে বলেছে, ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG