অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের সুন্দরবনের ঝড়খালিতে এক টাকার পাঠশালায় শিক্ষার সুযোগ প্রান্তিক শিশুদের


পশ্চিমবঙ্গের সুন্দরবনের ঝড়খালিতে এক টাকার পাঠশালায় শিক্ষার সুযোগ প্রান্তিক শিশুদের
পশ্চিমবঙ্গের সুন্দরবনের ঝড়খালিতে এক টাকার পাঠশালায় শিক্ষার সুযোগ প্রান্তিক শিশুদের

দীপায়ন, পম্পা, উৎসবের মতো শিশুদের বাবা-মা মাঠে খাটেন, কেউ আবার পরিচারিকার কাজ করে সংসার চালান। ছেলে-মেয়েদের মুখে দু-মুঠো ভাত তুলতে নিরন্তর পরিশ্রম করতে হয় তাঁদের। এরপর সন্তানদের ভালো স্কুলে পড়াশোনা করানোর সামর্থ থাকে না। এইসব দুঃস্থ শিশুদের জন্য প্রত্যন্ত গ্রামে এক টাকার পাঠশালা খুলে চলেছে ভারতের পশ্চিম্বঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিংয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা।

এবার তাঁরা এক টাকার পাঠশালা খুলেছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের ঝড়খালিতেও। বহুদিন ধরেই গ্রামবাংলার মানুষকে নিয়ে কাজ করছে এই ট্রাস্ট। এর আগেও ক্যানিংয়ের তালদি, বীরভূমের মুরারইতেও এক টাকার পাঠশালা খুলেছিল তারা। মাত্র এক টাকার বিনিময়ে শিক্ষার আলোয় আলোকিত হতে পারছে প্রান্তিক এলাকার দরিদ্র বাবা-মায়ের সন্তানরা। সুন্দরবনের ঝড়খালি ত্রিদিব নগরের এই পাঠশালায় মোট ৩০ জন পড়ুয়া রয়েছে।

শুধু পড়াশোনাই নয়, মাসিক এক টাকা বেতনে খাতা, পেন্সিল, বই-পোশাকও দেওয়া হচ্ছে স্কুল থেকে। শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা এই পাঠশালাতেই পড়াশোনা করতে পারছে। ঝড়খালির এই স্কুলে রয়েছেন তিনজন শিক্ষক। সকাল ছ’টা থেকে শুরু হয় ক্লাস। চলে ন’টা পর্যন্ত।

শুধু দুঃস্থ শিশুদের শিক্ষা দেওয়া নয়, এই উদ্যোগের ফলে বেশ কয়েকজন বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানও হয়েছে।

ট্রাস্টের সহ সভাপতি মিষ্টি মণ্ডল জানিয়েছেন, "শিশুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তারাই যদি নিরক্ষর থাকে তাহলে দেশের ক্ষতি। আমরা চাই অসহায়, দরিদ্র পরিবারের প্রত্যেক শিশু শিক্ষার আলোয় আলোকিত হোক।"

XS
SM
MD
LG