ইউএস ফিল্ম এবং টেলিভিশন লেখকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন,প্রযোজনা সংস্থাগুলোর সাথে একটি শ্রম চুক্তিতে ব্যর্থ হওয়ার পরে মঙ্গলবার তাদের সদস্যদেরকে ধর্মঘটে পাঠিয়েছে।
আমেরিকার রাইটার্স গিল্ড সোমবার দিনের পরের দিকে ঘোষণা করেছে যে, তাদের সাড়ে ১১ হাজার সদস্য তাদের লেখা বন্ধ করবে এবং লস অ্যাঞ্জেলস সময় মধ্যরাতে তাদের কম্পিউটার বন্ধ করবে (ওয়াশিংটন সময় মঙ্গলবার ভোর ৩০০, ০৭০০ জিএমটি )। ওই সময় তাদের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।
ইন্টারনেট-ভিত্তিক বা “স্ট্রিমিং” প্ল্যাটফর্মে আরও বেশি বেশি স্ক্রিপ্তেড সিরিজ দেখানো হচ্ছে বলে এপিসোডের টেলিভিশন শোতে বর্ধিত বেতন এবং শক্তিশালী কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য ইউনিয়ন এলায়েন্স অফ মোশন পিকচার এন্ড টেলিভিশন প্রযোজকদের সাথে আলোচনা করছে।
স্ট্রিমিং টেলিভিশন প্ল্যাটফর্মগুলো সাম্প্রতিক দিনগুলোতে বিনোদন শিল্পকে পরিবর্তন করে দিয়েছে। এগুলো লেখকদের জন্য আরও সুযোগ প্রদান করে কিন্তু শোতে কম বেতন পাওয়া যায়। কারণ ঐতিহ্যবাহী সম্প্রচার নেটওয়ার্কগুলোর তুলনায় প্রতি সিজনে কম পর্ব চালায়।
কৃত্রিম বুদ্ধিমত্তা ডব্লিউজিএ সদস্যদের জন্য আরেকটি সমস্যা। ইউনিয়ন লেখকদের পূর্ববর্তী কাজের ওপর ভিত্তি করে স্ক্রিপ্ট তৈরি করতে এআই ব্যবহার করা থেকে স্টুডিওগুলোকে আটকাতে চায়।তারা আরও দাবি করেছে, লেখকদেরকে এআই দ্বারা তৈরি স্ক্রিপ্টগুলোতে কাজ করতে না বলা হোক।
এএমটিপি একটি বিবৃতি জারি করে বলেছে, তারা স্ট্রিমিং শোগুলোর জন্য লেখকদের আরও ভালো বেতন এবং আরও ভালো রয়্যালটি প্রদানের প্রস্তাব দেয়ার জন্য প্রস্তুত ছিল, তবে তারা “অন্যান্য প্রস্তাবগুলোর শর্তের কারণে এটি করতে অনিচ্ছুক।”
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।