অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেট নেতা নিহত হয়েছেন- তুরস্কের এমন দাবিকে সমর্থন করছে না যুক্তরাষ্ট্র


সিরিয়ার আলেপ্পো শহরের উত্তরে এই বাড়িতে ইসলামিক স্টেট নেতা যার ছদ্ম নাম আবু হুসেন আল-কুরায়শি তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি দ্বারা নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। ১ মে, ২০২৩।
সিরিয়ার আলেপ্পো শহরের উত্তরে এই বাড়িতে ইসলামিক স্টেট নেতা যার ছদ্ম নাম আবু হুসেন আল-কুরায়শি তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি দ্বারা নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। ১ মে, ২০২৩।

আঙ্কারার বাহিনী উত্তর সিরিয়ায় একটি অভিযানে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর বর্তমান নেতাকে হত্যা করেছে- তুরস্কের এমন দাবিকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সমর্থন করতে অস্বীকার করছে।

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান রোববার টিআরটি- সম্প্রচার কেন্দ্রের সাথে এক সাক্ষাৎকারের সময় এই দাবি করেছেন। তিনি বলেন, আইএস নেতা আবু আল-হুসেন আল-হুসেইনি আল-কুরাশি “[শনিবার] সিরিয়ার তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার একটি অভিযানে নিহত হয়েছেন।”

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ওয়াশিংটন ইসলামিক স্টেট নেতাকে আসলেই হত্যা করা হয়েছে বলে আভাস পাওয়ার মতো কিছুই দেখেনি।

গত নভেম্বরে যখন সন্ত্রাসী গোষ্ঠী একটি বার্তায় তার পূর্বসূরি আবু আল-হাসান আল-হাশিমি আল-কুরাশির মৃত্যুর ঘোষণা করে তাকে নতুন আইএস নেতা হিসেবে ঘোষণা করেছিল, তখন প্রথমবারের মতো তার নাম উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, পূর্বসূরিদের মতো আবু আল-হুসেন আইএস প্রতিষ্ঠাকারী গোষ্ঠীর অংশ নন এবং তিনি বরঞ্চ নতুন প্রজন্মের প্রথম দিকের নেতাদের মধ্যে একজন যারা এখন সন্ত্রাসী গোষ্ঠীটির পথ নির্ধারণ করছেন।

রবিবার আইএস নেতার মৃত্যুর ঘোষণাই প্রথম ঘটনা নয়, যেখানে তুরস্ক আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক বিজয় দাবি করেছে।

গত মে মাসে তুর্কি নিরাপত্তা কর্মকর্তারা বলেছিলেন, ইস্তাম্বুলে অভিযানের সময় আবু আল-হুসেনের পূর্বসূরিকে ধরা হয়।

আইএস নেতা সম্পর্কে এরদোয়ানের দাবির বিষয়ে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনে তুর্কি দূতাবাসের কাছে জানতে চাইলে তারা এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

XS
SM
MD
LG