অ্যাকসেসিবিলিটি লিংক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন প্রথম আলো পত্রিকার সম্পাদক


প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান
প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান

বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিচারিক আদালত (নিম্ন আদালত) থেকেও জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান।

বুধবার (৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মতিউর রহমানের জামিননামা দাখিল করা হয়। এরপর মতিউর রহমান আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আদালত আগামী ১৬ অগাস্ট পর্যন্ত তাঁর জামিন বহাল রাখেন। একই সঙ্গে সিএমএম আদালত থেকে মামলার নথি তলব করেন। ওই দিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান মতিউর রহমান। হাইকোর্ট তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

সে অনুযায়ী বুধবার জামিননামা দাখিল করে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য জানান।

উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও অভিযুক্ত করা হয়।

মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন বাদী আব্দুল মালেক।

এ মামলায় শামসুজ্জামানও জামিনে আছেন।

XS
SM
MD
LG