অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সমলিঙ্গের দম্পতিদের কিছু সুবিধা দিতে সরকার রাজি বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র


ভারতে সমলিঙ্গের দম্পতিরা যাতে অন্যদের মতো মৌলিক সরকারি সুযোগ সুবিধা ও পরিষেবা পেতে পারেন সে বিষয়টি কেন্দ্র সরকার বিবেচনা করবে। কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলি খতিয়ে দেখতে ক্যাবিনেট সেক্রেটারিকে মাথায় রেখে একটি কমিটি গড়তেও প্রস্তুত।

সমলিঙ্গের দম্পতিদের বিয়ের স্বীকৃতি দাবি করে দায়ের হওয়া মামলায় কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই কথা জানান। তবে কেন্দ্র এই ধরনের বিয়েকে স্বীকৃতি দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। এমনকী চলতি মামলাটি সুপ্রিম কোর্টের শোনা উচিত নয়, সেটি সংসদের বিবেচনার বিষয়, এমন কথাও শুনানিতে বারে বারে জানিয়েছেন সলিসিটির জেনারেল।

বুধবার এই মামলার সপ্তম দিনের শুনানি চলাকালে সলিসিটর জেনারেল সরকারের নতুন অবস্থানের কথা জানান। আসলে গত সপ্তাহে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সলিসিটর জেনারেলকে বলেছিলেন সমলিঙ্গের দম্পতিরা একাধিক সরকারি সুবিধা থেকেও বঞ্চিত। সরকার তাদের মৌলিক সুবিধাগুলি দিতে রাজি কিনা জেনে এসে বুধবার শীর্ষ আদালতকে জানাতে। সেই মতো তুষার মেহেতা কেন্দ্রীয় সরকারের অভিমত জানান।

যদিও মামলাকারীরা মনে করছেন কেন্দ্রীয় সরকার দুধের স্বাদ ঘোলে মেটানোর পথে হাঁটতে চাইছে। বিয়ের আইনি স্বীকৃতি আর পরিষেবা এক নয়। প্রথমটি অধিকার। দ্বিতীয়টি সরকারি দাক্ষিণ্য।


সংশ্লিষ্ট মামলায় সমলিঙ্গের দম্পতিদের বিয়ের স্বীকৃতি দাবি করে বলা হয়েছিল তারা বর্তমানে যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন না। বিমাতে একজন আর একজনের নমিনি হতে পারছেন না। তাদের সন্তান দত্তক নেওয়ার অধিকার নেই।

আগের দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে সিঙ্গল পেরেন্টস যদি সন্তান দত্তক নিতে পারেন, তাহলে সমলিঙ্গের দম্পতিরা সেই অধিকার পাবেন না কেন। ইতিমধ্যে দিল্লির শিশু অধিকার সুরক্ষা কমিশন এই মামলায় একটি পিটিশন দাখিল করে জানিয়েছে, সমলিঙ্গের দম্পতিদের শিশু দত্তক দেওয়া যেতে পারে। এতে শিশুর অধিকার, শারীরিক ও মানসিক গঠনের কোনও বিঘ্ন ঘটার আশঙ্কা নেই। সমলিঙ্গের বিয়ে স্বীকৃতি দেশগুলিতে এই দম্পতিরা শিশু দত্তক নিতে পারেন।

XS
SM
MD
LG