অ্যাকসেসিবিলিটি লিংক

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। (ফাইল ছবি)
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। (ফাইল ছবি)

বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্যের পরীক্ষা শেষে পাঁচ দিন পর বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় হাসপাতাল থেকে নিজ বাসভবন ফিরোজাতে ফিরেছেন। হাসপাতাল থেকে বাসায় যাওয়ার সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তাঁর প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঠি।

এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “ম্যাডাম (খালেদা জিয়া) কিছুটা অসুস্থ ছিলেন এবং তাঁর কিছু উপসর্গ ছিল। এ জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল”।

জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের যেসব পরীক্ষা করানো হয়েছে সেসব পর্যালোচনা করে চিকিৎসকদের বোর্ড তাঁর বাসায় ফেরার সিদ্ধান্ত দিয়েছে। এখন তাঁকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হবে।

উল্লেখ্য, কিছু মেডিকেল পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য শনিবার (২৯ এপ্রিল) রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তাঁর মেডিকেল টিমের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসনকে কেবিনে রাখা হয়েছে এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়ায় তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

এর আগে ৬ এপ্রিল তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে যান।

সর্বশেষ গত বছরের ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এ সময় তাঁর লিভার সিরোসিস রোগ ধরা পড়ে।

লিভার সিরোসিসের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে ৮১ দিন হাসপাতালে থাকার পর গত ১ ফেব্রুয়ারি তিনি বাসায় ফেরেন।

XS
SM
MD
LG