অ্যাকসেসিবিলিটি লিংক

সবার জন্য ভালো কিছু করুন—বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের উদ্দেশে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন


বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ ও জনগণের কল্যাণে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের উদ্দেশে বলেন, “শুধু নিজের এবং পরিবারের জন্য ভালো কিছু করার কথা ভাববেন না। সবার জন্য ভালো কিছু করার চিন্তা করতে হবে”।

মোহাম্মদ সাহাবুদ্দিন দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণকে আলো দেখান এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করুন”।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার (৪ মে) রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। মোহাম্মদ সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা বিকেল ৪টা থেকে প্রায় এক ঘণ্টা বৌদ্ধ ধর্মাবলম্বী প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বৌদ্ধ ধর্মীয় নেতারাও রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

মোহাম্মদ সাহাবুদ্দিন আরও বলেন, বিশ্বের সব ধর্মই সর্বদা মানুষের কল্যাণের কথা বলে এবং প্রতিটি ধর্মেরই ভালো জিনিস রয়েছে।

গৌতম বুদ্ধকে মানবতা ও স্বাধীনতার প্রতীক হিসেবে আখ্যায়িত করে তিনি সকল বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষকে ধর্ম থেকে সেরা জিনিসটি গ্রহণ করার পরামর্শ দেন।

মোহাম্মদ সাহাবুদ্দিন বৌদ্ধ নেতাদের উদ্দেশে বলেন, “আপনারা বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ের অংশ... এই অঞ্চলে তথা বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য আপনাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে”।

তিনি বলেন, “আসুন আমরা সৎ ও সুন্দর জীবনযাপনে অনুপ্রাণিত হই, সব ধরনের অসৎ কর্মকাণ্ড থেকে বিরত থাকি এবং ভালো কাজের মাধ্যমে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলি”।

ধর্ম মানবজাতির কল্যাণের জন্য এবং ধর্ম মানুষের জন্য উল্লেখ করে মোহাম্মদ সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদেরকে অবশ্যই মহামতি বুদ্ধের শিক্ষা নিজেদের জীবনে প্রতিফলিত করতে হবে এবং অন্যদেরও তা করতে উৎসাহিত করতে হবে।

বাংলাদেশ ও বিশ্বের অন্যত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের অভিনন্দন জানিয়ে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, “বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে প্রাচীন বৌদ্ধ বিহার মিশে আছে, যার মধ্যে রয়েছে বহু হাজার বছরের পুরনো বৌদ্ধ বিহার”।

তিনি সবাইকে সৎ ও সুন্দর জীবনযাপন, ভালো কাজ করতে এবং দেশের যোগ্য নাগরিক হতে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

এই অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সংঘরাজ (বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা) ড. জ্ঞানশ্রী মহাথেরো এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

XS
SM
MD
LG