শনিবার ৬ মে সেই বহু প্রতীক্ষিত দিন। এই দিনই ব্রিটেনের রাজা হিসাবে রাজ্যাভিষেক হতে চলেছে তৃতীয় চার্লস-এর। রাজ্যাভিষেকের অনুষ্ঠানটি হতে চলেছে ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার এবে-তে। ৭৪ বছর বয়সে যুবরাজ চার্লস রাজার স্থলাভিষিক্ত হন, যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ-এর মৃত্যুর পর গত ২০২২ সালের ৮ সেপ্টেম্বর। ফটো গ্যালারিতে রইল যুবরাজ চার্লস থেকে রাজা চার্লস হয়ে ওঠার নানা অধ্যায়ের চিত্র।
যুবরাজ চার্লস থেকে রাজা চার্লস
৯
২০০৫ সালের ৯ এপ্রিল, শনিবার, (ফাইল চিত্র) ব্রিটেনের রাজকুমার চার্লস ও তাঁর নববধূ কর্নওয়ালের ডাচেস ক্যামিলা তাঁদের সামাজিক বিবাহ অনুষ্ঠান শেষে বেরিয়ে আসছেন ইংল্যান্ডের উইন্ডসরের সেন্ট জর্জ চ্যাপেল থেকে।
১০
রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনকে অনুসরণ করছেন। সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২। লন্ডন।