শনিবার ৬ মে সেই বহু প্রতীক্ষিত দিন। এই দিনই ব্রিটেনের রাজা হিসাবে রাজ্যাভিষেক হতে চলেছে তৃতীয় চার্লস-এর। রাজ্যাভিষেকের অনুষ্ঠানটি হতে চলেছে ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার এবে-তে। ৭৪ বছর বয়সে যুবরাজ চার্লস রাজার স্থলাভিষিক্ত হন, যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ-এর মৃত্যুর পর গত ২০২২ সালের ৮ সেপ্টেম্বর। ফটো গ্যালারিতে রইল যুবরাজ চার্লস থেকে রাজা চার্লস হয়ে ওঠার নানা অধ্যায়ের চিত্র।
যুবরাজ চার্লস থেকে রাজা চার্লস

১
১৯৬৯ সালের ১১ জুন। ব্রিটেনের রাজকুমার চার্লস ওয়েলসের কার্ডিফ ক্যাসেলে।

২
১৯৪৯ সালের ১০ এপ্রিলে (ফাইল চিত্র) এডিনবারের রাজকুমার চার্লস (বামদিকে) তাঁর মা রাজকুমারী এলিজাবেথের সঙ্গে। বাকিংহ্যাম প্যালেস, লন্ডন।

৩
১৯৪৮ সালের ১৫ ডিসেম্বরে (ফাইল চিত্র) ব্রিটেনের রাজকুমারী এলিজাবেথ, পরে রানি দ্বিতীয় এলিজাবেথ, বাকিংহ্যাম প্যালেসে। পুত্র রাজকুমার চার্লসের খ্রিস্টায়নের পরে, তাঁর হাত ধরে।

৪
১৯৫৩ সালের ২ জুন। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেকের পর বাকিংহ্যাম প্যালেসের বারান্দা থেকে হাত নাড়ছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সেই সঙ্গে হাত নাড়ছেন এডিনবারের ডিউক রাজকুমার ফিলিপ, রাজকুমার চার্লস ও রাজকুমারী অ্যান।