অ্যাকসেসিবিলিটি লিংক

১৩০ বছর পর বুদ্ধপূর্ণিমা আর চন্দ্রগ্রহণের বিরল সংযোগ


আজ ভারতে রাতের আকাশে অন্য অবতারে দেখা যাবে চাঁদকে। হাইব্রিড সূর্যগ্রহণের পরে এবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের এই সংযোগ বহু বছর পরে এল। প্রায় ১৩০ বছর পরে এমন বিরল সংযোগ তৈরি হয়েছে। ভারতের পশ্চিম্বঙ্গের কলকাতার বিড়লা তারামণ্ডল জানিয়েছে, ভারতের অনেক জায়গা থেকেই দেখা যাবে চন্দ্রগ্রহণ। মেঘ না থাকলে কলকাতা থেকেও পরিষ্কার গ্রহণ দেখা যাবে।

শুক্রবার ৫ মে রাত ৮টা ৪৪ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। শেষ হবে ৬ মে রাত ১টা ১ মিনিটে। রাত ১০টা ৫২ মিনিটে সবচেয়ে ভালভাবে গ্রহণ দেখা যাবে। ভারতের অন্যান্য শহরের মতো কলকাতাতেও দেখা যাবে চন্দ্রগ্রহণ। কলকাতায় রাত ৮টা ৪৪ মিনিট থেকে দেখা যাবে গ্রহণ।

ভারতের দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ভোপাল, চণ্ডীগড়, পাটনা থেকে গ্রহণ দেখা যাবে। সব জায়গাতেই গ্রহণ শুরু ও শেষের সময়টি মোটামুটি এক।

এশিয়া, অস্ট্রেলিয়া, মধ্য এবং পূর্ব আফ্রিকা, আন্টার্কটিকা এবং নিউজিল্যান্ড, ইউরোপের দক্ষিণ-পূর্বের কিছু অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও ভারত মহাসাগরের কিছু অংশ থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে।

চাঁদের ছায়ার দু’টি অংশ থাকে। একটি ঘন কালো। তাকে বলা হয়, ‘আমব্রা’। ছায়ার আর একটি অংশের নাম ‘পেনাম্ব্রা’। ঘন কালো ‘আমব্রা’র পাশেই। সেই অংশটি ততটা কালো নয়। একে বলে উপচ্ছায়া। নিজ নিজ কক্ষে ঘুরতে ঘুরতে সূর্য পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় অবস্থানকালে যখন চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে এসে উপস্থিত হয় বা ছায়া অতিক্রম করার সময়ে সূর্যের আলো পৃথিবীর দ্বারা বাধা প্রাপ্ত হয়, তখনই ঘটে চন্দ্রগ্রহণ। এ বছর পেনাম্ব্রা বা চাঁদের উপচ্ছায়া গ্রহণ দেখা যাবে।

XS
SM
MD
LG